নীতিমালা
প্রিয় লেখক ও পাঠকবৃন্দ
নীতিমালা এমন একটা জায়গা যেখানে আপনাদের কিছু নির্দেশনামা দেওয়া হচ্ছে। কালবেলার একজন সদস্য হিসেবে এই বিষয়গুলো মনে রাখা প্রয়োজন। কালবেলা যেহেতু একটা প্রকাশনা এবং তাই এর কিছু উদ্দেশ্য আছে। অনলাইন ডিজিট্যাল লাইব্রেরী গড়ে তোলাই কালবেলার মূল লক্ষ্য। এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কালবেলার চলার পথ। নিছক ব্লগিং যেহেতু কালবেলার মূল উদ্দেশ্য নয়, তাই এর ভেতরের নীতিগুলিও তেমন ভাবে তৈরি করা হয়েছে।
প্রকাশনা ভিত্তিক অন্তর্জালিক লেখক ও পাঠক সমাবেশ কালবেলায় নিম্নলিখিত নীতিগুলি অনুসৃত হবে।
১. লেখার ভাষা অবশ্যই বাঙলায় হতে হবে।
২. কালবেলা বেশ কিছু বিষয়ের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। বাংলার ইতিহাস ও ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতার মতো বিষয়গুলিকে আক্রমণ করে কোন লেখা পোস্ট করা যাবেনা। বৃহত্তর বাংলা সংস্কৃতির ইতিহাস এবং পরম্পরার পৃষ্ঠপোষকতা করে কালবেলা।
৩. কালবেলা কোন অঞ্চল ভিত্তিক মাধ্যম নয়। গ্লোবাল রেস্পেক্ট নিয়েই কালবেলার চলার পথ।
৪. কালবেলার সদস্য হিসেবে একে অপরের প্রতি দলবদ্ধ আক্রমণ, কুৎসিত মন্তব্য প্রভৃতি থেকে বিরত থাকতে হবে। কোন সদস্য আক্রান্ত বোধ করলে অভিযোগের ভিত্তিতে মডারেটর সেই আক্রমণাত্মক পোস্ট, মন্তব্য সরিয়ে দিতে পারেন।
৫. কালবেলায় প্রকাশিত লেখাগুলি দুই দিনের (৪৮ ঘন্টা) জন্যে অনন্য থাকতে হবে। অর্থাৎ অন্য কোন কমিউনিটি ব্লগে, মুদ্রিত মাধ্যমে বা মুদ্রিত মাধ্যমের অনলাইন সংস্করণে পূর্বপ্রকাশিত হতে পারবে না। ব্যক্তিগত ব্লগে প্রকাশের ক্ষেত্রে এ নিয়মটি প্রযোজ্য নয়।
মূল কথা হল, কালবেলা যেহেতু প্রকাশনা এবং ব্লগে প্রকাশিত লেখাগুলি নিয়েই কালবেলা মূলতঃ বই এর উদ্যোগ নিয়ে থাকে তাই লেখদের লেখাগুলি মৌলিক এবং অনন্য রাখাটাই বাঞ্ছনীয়। অবশ্য লেখক বাধ্য নন যে লেখা এখানেই প্রকাশ করতে হবে।
৬. কপিরাইট লঙ্ঘন করে এমন কোন উপাদান কালবেলায় পোস্ট করা যাবেনা। পোস্ট বা মন্তব্যে অন্যত্র প্রকাশিত উপাদান ব্যবহার করলে তার সূত্র উল্লেখ করা প্রয়োজন।
৭. কালবেলা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোন সিদ্ধান্ত নিয়ে এই নীতিমালা প্রয়োগ করতে পারেন।
৮. নীতিমালা লঙ্ঘিত হলে মডারেটরদের পক্ষ থেকে সদস্যরা সে সম্পর্কে অবগত হবেন। বারবার লঙ্ঘনের ঘটনা ঘটলে সদস্যেকে মডারেশনের আওতায় নিয়ে আসা হবে। ক্ষেত্রবিশেষে সদস্যপদ বাতিল করা হতে পারে।
কালবেলায় খাতা খোলার পর ব্লগার পরিচয় ( আপনার নাম কিংবা নিক ) ইংরেজি থেকে বাঙলায় রূপান্তরিত করতে হলে, admin@kalbela.com এই ঠিকানায় মেইল করুন।
আমরা ব্যক্তির বাক স্বাধীনতায় বিশ্বাস করি। লেখকরা স্বাধীন। তবুও কালবেলায় নিম্নলিখিত বিষয়গুলিকে প্রশ্রয় দেয়নাঃ
- ধর্মপ্রচার।
- রাজনৈতিক দলের বা কোন নেতার পক্ষে প্রচার।
- বিনানুমতিতে বিজ্ঞাপন প্রচার।
- যুক্তি ও রেফারেন্স ব্যতীত আলোচনা বা অভিযোগ বা সমালোচনা।
- যেকোন সময় ১ম পাতায় একাধিক পোস্ট দৃশ্যমান হওয়া (বেশী পোস্ট করলে সব পোস্টকে ১ম পাতায় দেখানো থেকে বিরত থাকুন)।
- অশ্লীল লেখা পোস্ট করা (অশ্লীলতার সংজ্ঞা নিরূপণে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত)।
- সাম্প্রদায়িক / বর্ণবাদী / লিঙ্গবাদী / অবমাননাকর লেখা ও মন্তব্য।
- ব্যক্তিগত আক্রমণ।
- উস্কানিমূলক, বিদ্বেষ, কোন্দল বা হিংসাত্মক লেখা।
- বিনানুমতিতে বা বিনারেফারেন্সে কারও লেখা বা কর্ম প্রকাশ করা।
- নিক, ব্লগের প্রোফাইল ও ছবিতেও উপরোক্ত ধারাগুলো প্রযোজ্য হবে।
- ইন্টারনেটে প্রকাশিত লেখার পুনর্প্রকাশ।
কালবেলার মূল উদ্দেশ্য বাঙলা ভাষায় প্রকাশনার ধারাকে অব্যাহত রাখা এবং অনলাইন ডিজিট্যাল লাইব্রেরী গড়ে তোলা। প্রকাশনা যেহেতু কালবেলার মূল উদ্দেশ্য সেই ক্ষেত্রে ব্লগারদের এই বিষয়টি খেয়াল রাখার অনুরোধ জানানো হচ্ছে।
চির নূতনের ডাক অব্যাহত থাকুক।
- 5791 বার পঠিত