আমায় পাই
লিখেছেন: অভিষেক মোহাম্মদ রবি, 01/04/2018 - 9:01অপরাহ্ন তারিখে
অনেক দেশ ঘুরে,
অনেক পথ হেঁটে
তোমায় পেয়েছি খুঁজে।
অতন্দ্রিত এ বুক
ছন্ন-ছাড়া এ মন
তারে তুমিও একবার
দু নয়ন বুজে দেখো
একটু আগলে রাখো
তবে যেন আরও একবার
নতুন করে বাঁচি!
'ফিরিব'
সকল নিষিদ্ধ যাত্রা পেছনে
'রাখি'
দেবী;
আজ
আমায় পাই 'ফের' খুঁজে
তোমারে পেয়েছি জেনে।।
ভোট:
- অভিষেক মোহাম্মদ এর ব্লগ
- Log in to post comments
- 855 বার পঠিত