একটি স্বপ্ন
লিখেছেন: সৈয়দ ইকবাল মঙ্গল, 08/01/2013 - 8:32অপরাহ্ন তারিখে
একদা স্বপ্নে এক (দেখেছিনু তোমায় একটিবারের তর)
পাশাপাশি দাঁড়ালাম আমরা, অবারিত এক মাঠের ’পর
দ্রুত-ডানার পায়রা দু’টো, উড়লো তখন মাথার ওপর
খেললো স্বাচ্ছন্দে আর যাচ্লো পূর্ণদৃষ্টি, তাদের পূর্বরাগে
সুখারম্ভর বিদীর্ণ হলো হঠাৎ, বাড়ন্ত এক তমসার দাগে
ছোঁ-মারা লোভার্তু বাজপাখি এক, হলো আবির্ভূত
প্রতিরোধে দুর্বল অথচ উড়তে অনুরাগী তারা, হলো বশীভূত
ভাবী জীবন, ভালবাসা আর আনন্দ, হলো তাই অতীত
ঝাপটানো পালক তাদের, হলো ধীরে ধীরে মাটিতে পতিত
তুষার-শুভ্র পালক এঁকে দিলো ফুটফুটে দাগ, টপটপ রোধিরে
আমি কেঁদে উঠলাম, আর ভাবলাম- কাঁদবো তোমার পানে ফিরে
অথচ তুমি চলে গেলে; ঝোপঝাড়ের ডগাও যখন মর্মর-ধ্বনি তোলে
আমায় ত্যক্ত করে তুলে তখন, ভেসে আসা দূরের নিনাদ
মেষ-শাবক আর মেষেদের করুণ সে আর্তনাদ।
মূলঃ ক্রিস্টিনা জর্জিনা রসেটি (১৮৩০-১৮৯৪)
[ইংরেজ কবি]
ভাষান্তর: সৈয়দ ইকবাল
ভোট:
- সৈয়দ ইকবাল এর ব্লগ
- Log in to post comments
- 1632 বার পঠিত
মন্তব্যসমূহ
ভাষান্তর চালিয়ে যান কবি। এই কবির (ক্রিস্টিনা জর্জিনা রসেটি) নামই জানতাম না। চমৎকার।