পতিত-ফুল
লিখেছেন: সৈয়দ ইকবাল মঙ্গল, 08/01/2013 - 8:05অপরাহ্ন তারিখে
কুঁড়ি থেকে মুকুল, তারপর ফুল
ক্রমেই বিকশিত অসীম মমতায়
পাপড়িগুলো ডানা মেলে আমার, বাউল বাতাসের ছোঁয়ায়
সমুদ্রের উত্থাল ঢেউয়ের মতোই মনকে দোলায়
স্বপ্ন দেখি, রঙধনুর সাথে সখ্যতা গড়ি
প্রজাপতির সাথে দিই আড়ি।
হঠাৎ উটকো এক বাতাস উন্মত্ত ঝাপটায়
ছিন্নমূল করে পতিত করে আমায়, কাদায়-নর্দমায়
সুযোগ বুঝে আশপাশের কীটপতঙ্গরাও
অক্টোপাসের মতো খাবলে ধরে পরাস্ত— পরান
অথচ, ‘মড়া’ হয়েও করি আমি জেতার ভাণ
উচ্চসিত করি আপন সম্মান!
তবে প্রশ্ন জাগে মনে, কেন আমার এ ভাণ?
উত্তর পাই, তুমি যে অবলা!
কারা দেয় এই নাম আমার?
আর কারা, ঐ যে...
যারা দেখতে চায় তোমার জেতার ভাণ!
একবারের তরেও কি ভেবেছে এদের মরা-চিত্ত
এমনি এক অবলাই এদের আগমনের নিমিত্ত!
ভোট:
- সৈয়দ ইকবাল এর ব্লগ
- Log in to post comments
- 1188 বার পঠিত