আবারও নীতি সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে গত বছর থেকে ধারাবাহিকভাবে নীতি সুদহার বাড়িয়ে যাচ্ছে দেশটি। এ নিয়ে গত ১৬ মাসে মোট ১১ বার নীতি সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ফেডারেল রিজার্ভ বুধবার নীতি সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে, যা গত ২২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর ফলে যুক্তরাষ্ট্রে নীতি সুদহার ৫ দশমিক ২৫ থেকে বেড়ে ৫ দশমিক ৫০ শতাংশে উন্নীত হয়েছে।
মন্তব্য করুন