স্মার্ট বাংলাদেশ গঠনে স্বল্পসময়ে স্বল্পব্যয়ে স্বচ্ছ দ্রুত হ্যাসেল ফ্রি স্মার্ট বিনিয়োগ সেবা নিতে বিনিয়োগকারীদের প্রতি বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া।
গতকাল বুধবার বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সম্পর্কিত কর্মশালায় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) সার্বিক সহযোগিতায় সিলেটের হোটেল রোজ ভিউতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিডার নির্বাহী চেয়ারম্যান। সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান মিয়ার সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট স্বর্ণলতা রায়, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট নাব আফজাল রশীদ চৌধুরী, দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাহমিন আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া, বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম প্রমুখ। লোকমান হোসেন মিয়া বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সুফলের পরে প্রধানমন্ত্রী আমাদের সামনে স্মার্ট বাংলাদেশ ভিশন তুলে ধরেছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান উপদান হলো—স্মার্ট বিনিয়োগ ব্যবস্থা, আর বিনিয়োগ সেবাকে স্মার্টভাবে প্রযুক্তিগত ডিজিটাইজ করার জন্য কাজ করে যাচ্ছে বিডা। তাই বিনিয়োগকারীদের স্বল্পসময়ে স্বল্পব্যয়ে স্বচ্ছ দ্রুত হ্যাসেল ফ্রি স্মার্ট বিনিয়োগ সেবা নিতে হলে বিডা ওএসএস ব্যবহার করতে হবে।
বিডা ওএসএস বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই ব্যবহার করে বিনিয়োগকারীরা এ সেবা গ্রহণ করতে পারেন। এ সময়ে তিনি বিনিয়োগকারীদের থার্ড পার্টি বাদ দিয়ে সরাসরি বিডা ওএসএসের মাধ্যমে সেবা গ্রহণের আহ্বান জানান। তিনি বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের বিভিন্ন পরামর্শ প্রদান ও বিভিন্ন সুপারিশ গ্রহণ করেন। দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাহমিন আহমেদ বলেন, বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি ছিল বিনিয়োগের স্বার্থে একটি স্মার্ট ওএসএস ব্যবস্থার প্রবর্তন করা, বিডা তাদের কাজ করছে, এখন আমাদের বিনিয়োগের সেবাগুলো ওএসএস মাধ্যমে গ্রহণ করতে হবে এবং অন্য বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হবে। কর্মশালায় বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম বিনিয়োগকারীদের সঙ্গে মুক্ত আলোচনা পর্ব সঞ্চালনা করেন এবং বিনিয়োগকারীদের স্মার্ট বিনিয়োগ সেবা গ্রহণের পরামর্শ দেন। কর্মশালায় সভাপতির বক্তব্যে বিডাকে ধন্যবাদ জানিয়ে সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান মিয়া বলেন, ‘বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধিতে বিডার কার্যক্রম খুবই গতিশীল, চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে বিডা। বিডা ওএসএস বিনিয়োগকারীদের সর্বোচ্চ ডিজিটাল বিনিয়োগ সেবা প্রদান করে আসছে, তাই বর্তমান প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হবে।
উল্লেখ্য যে, বিডা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে সেবা প্রদানের লক্ষ্যে বিগত ২০১৯ সালের ২৪ ফ্রেব্রুয়ারি চালুকৃত অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বর্তমানে বিনিয়োগকারীদের ২৪টি সংস্থার ৭১টি সেবা প্রদান করে আসছে। এ ছাড়া ৪৩টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, অতিদ্রুত এসব সংস্থার সেবাগুলো বিডা ওএসএসে যুক্ত হবে। অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের আওতায় বিভিন্ন সংস্থার ১৫০টির অধিক সেবা অনলাইনে দেওয়ার পরিকল্পনা বিডার রয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই বিডার সিলেট বিভাগীয় পরিচালক জুলিয়া জেসমিন মিলি স্বাগত বক্ত্যব দেন এবং বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বিডা ওএসএস হালনাগাদ চিত্র তুলে ধরেন এবং ওএসএস পোর্টাল থেকে সেবাপ্রাপ্তির সার্বিক ধারণা প্রদান করেন। এ ছাড়া কর্মশালায় অন্যদের মধ্যে স্বর্ণলতা রায়, প্রেসিডেন্ট, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও আফজাল রশীদ চৌধুরী, প্রেসিডেন্ট, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জাকারিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) প্রমুখ বক্তব্য দেন। এ সময়ে সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা সংযুক্ত ছিলেন।
মন্তব্য করুন