বিশ্ববেলা ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ এএম
প্রিন্ট সংস্করণ

কানাডার শিখদের বিভক্ত করতে চাইছেন ট্রুডো

জেসি সিংয়ের অভিযোগ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে দেশে বসবাসকারী শিখ সম্প্রদায়কে দ্বিধাবিভক্ত করতে চাইছেন। উত্তর আমেরিকার দেশগুলোতে বসবাসকারী শিখ ধর্মাবলম্বীদের সংগঠন ‘শিখস অব আমেরিকা’ বৃহস্পতিবার এই অভিযোগ তোলে। সংগঠনের প্রধান জেসি সিং বলেছেন, কানাডায় বসবাসকারী শিখ মানেই খালিস্তানপন্থি নন। ট্রুডোকে অবশ্যই শিখদের বিভাজন ঘটানোর চেষ্টা থেকে বিরত হতে হবে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবারও জোর দিয়ে বলেছেন, ভারতীয় এজেন্টরাই শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত থাকেত পারেন। এর যথেষ্ট ‘বিশ্বাসযোগ্য কারণ’ রয়েছে। ভারতের সর্বশেষ অভিযোগ ও ভিসা বন্ধের সিদ্ধান্ত ঘোষণার পর কানাডার প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এ কথা বলেন। খবর বিবিসি ও আনন্দবাজার অনলাইনের।

‘শিখস অব আমেরিকা’ সংগঠনের প্রধান জেসি সিং বলেন, ভারতের বাইরে বসবাসকারী বেশিরভাগ শিখ খালিস্তানি মতাদর্শকে সমর্থন করে না। তারা ভারতকে সমর্থন করেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে ভারতের পাশে দাঁড়িয়েছি। সংখ্যালঘু সরকার চালানোর জন্যই দীর্ঘদিন ধরে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সরকার শিখ উগ্রপন্থি সংগঠনগুলোর বিরুদ্ধে নরম মনোভাব নিয়ে চলছে বলেও অভিযোগ করেন জেসি। তিনি বলেন, ট্রুডো একটি সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যে সরকার টিকিয়ে রাখার জন্য তাকে সমর্থন নিতে হচ্ছে নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিংয়ের।

প্রসঙ্গত, খালিস্তানি নেতাদের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত জগমিত। ট্রুডো সোমবার ভারতের বিরুদ্ধে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যায় জড়িত থাকার অভিযোগ আনার পরই জগমিত বিবৃতি দিয়ে নয়াদিল্লির ভূমিকার তীব্র নিন্দা করেন। উল্লেখ্য, ভোটব্যাংকের রাজনীতি এবং সরকার টিকিয়ে রাখার বাধ্যবাধকতার জন্য ট্রুডোকে খালিস্তান প্রসঙ্গে চোখ বুজে থাকতে হয়েছে বরাবর। এ নিয়ে ভারতীয় কূটনীতিকদের আবেদন ও অনুরোধেও তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ উঠেছে। চলতি মাসেই স্বাধীন ও সার্বভৌম খালিস্তান রাষ্ট্রের দাবিতে কানাডার কট্টরপন্থি শিখ গোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) অন্টারিওসহ কয়েকটি এলাকায় জমায়েত এবং গণভোটের ডাক দেয়। ভারতে নিষিদ্ধ এবং খালিস্তানপন্থি সংগঠন সম্প্রতি কানাডার কয়েকটি ভারতীয় দূতাবাসে বিক্ষোভও দেখিয়েছে। কিন্তু এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি ট্রুডোর সরকার। এই আবহে বুধবার ‘উত্তেজনাপূর্ণ’ এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের। ভারতীয় শিক্ষার্থীদের অবিলম্বে অটোয়ার ভারতীয় হাইকমিশন, টরন্টো এবং ভ্যাঙ্কুভারের কনস্যুলেট জেনারেলের দপ্তরে নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায়।

অভিযোগে অটল ট্রুডো: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডা ভারতের সঙ্গে কাজ করতে চায়। তারা নয়াদিল্লিকে কোনো উসকানি দিতে চায় না। কানাডা সবসময় আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে তিনি আবারও বলেছেন, ভারতীয় এজেন্টরাই শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত থাকেত পারেন। এর যথেষ্ট ‘বিশ্বাসযোগ্য কারণ’ রয়েছে। ভারতের সর্বশেষ অভিযোগ ও ভিসা বন্ধের সিদ্ধান্ত ঘোষণার পর কানাডার প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার এসব কথা বলেন। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের এক ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাদের প্রশ্নের জবাবে তিনি আবারও তার আগের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি গত সোমবার যা বলেছি, তার পেছনে বিশ্বাসযোগ্য বেশ কিছু কারণ রয়েছে। ভারত সরকারের এজেন্টরাই কানাডার মাটিতে কানাডার নাগরিককে হত্যায় জড়িত থাকতে পারে।’

খালিস্তান আন্দোলনের নেতা ও শিখ সম্প্রদায়ের হরদীপ সিং নিজ্জরের হত্যকাণ্ডের পর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে নয়াদিল্লি অভিযোগ করেছে, কানাডা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় হয়েছে। একই সঙ্গে তারা কানাডার নাগরিকদের জন্য ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে। সোমবার কানাডার পার্লামেন্টে প্রধানমন্ত্রী ট্রুডোর এক বক্তব্যের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। তিনি পার্লামেন্টে এক বিবৃতিতে বলেন, শিখ সম্প্রদায়ের নেতা কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের এজেন্টরা জড়িত। গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে গুরুদুয়ারার সামনে খুন হন হরদীপ সিং। ট্রুডোর এই বক্তব্যের পর কানাডা ও ভারত দুই দেশের কূটনীতিকদের পাল্টপাল্টি বহিষ্কারের পাশাপাশি নানা পদক্ষেপ নেয়। গতকাল ভারত বলেছে, কানাডার প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করলেও কখনো নয়াদিল্লির সঙ্গে এ বিষয়ে তারা কোনো কিছু শেয়ার করেননি। ট্রুডো বলেন, ‘আইনের শাসনের দেশ হিসেবে ওইসব প্রক্রিয়া প্রকাশ করার ক্ষেত্রে নির্ভুল ও নিরপেক্ষতা নিশ্চিত করার বাধ্যবাধকতা আমাদের রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জামায়াত

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু

টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেনেসি, নিহত ৬

রাতুল প্রপার্টিজের সিওও এএফএম তোফাজ্জল

দ্বিপাক্ষিক বিমান চলাচল / ১২ দেশের সঙ্গে চুক্তি সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ

গুলশানে বিএনপি-ছাত্রদলের মশাল মিছিল

ব্রিটিশ কাউন্সিলের ‘আইইএলটিএস প্রাইজ’ পেলেন সাত বাংলাদেশি

ফরিদপুরের তিন উপজেলা বিএনপির ১২ নেতা বহিষ্কার

বোয়িং বিক্রির প্রস্তাব পিটার হাসের

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক জোনায়েদ সাকি

১০

ওড়িশার কাছে হেরে কিংসের স্বপ্ন ভঙ্গ

১১

সাদিক আবদুল্লাহর আমেরিকার সম্পদের খোঁজে ইসি

১২

বিএনপি-জামায়াতের ৫৯ নেতাকর্মীর সাজা

১৩

জনজীবনে নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দাবি

১৪

অ্যাকজেনটেকের এমডি হলেন নোবেল

১৫

নারায়ণগঞ্জে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

১৬

বুড়িমারী ইমিগ্রেশনে যাত্রীর চাপ, তিন দিন ধরে সার্ভার জটিলতা

১৭

নির্বাচনে ১৩ দিন মাঠে থাকতে পারে সেনাবাহিনী

১৮

বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫

১৯

রাজশাহীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি, তিন দোকানিকে জরিমানা

২০
X