ভারত ছেড়ে পালানো খালিস্তানি জঙ্গি এবং গ্যাংস্টাররা আশ্রয় নিচ্ছে কানাডায়। কূটনৈতিক টানাপোড়েনের আবহে এবার এই অভিযোগ তুলল নরেন্দ্র মোদি সরকার। ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) পক্ষ থেকে গত বুধবার বিচ্ছিন্নতাবাদী এবং দুষ্কৃতি নেটওয়ার্কে জড়িত ৪৩ জনের তালিকা কানাডা সরকারকে দেওয়া হয়েছে।
বুধবার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) নয়াদিল্লির ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা লরেন্স বিষ্ণোই, জসদীপ সিং, কালা জাথেরি ওরফে সন্দীপ, বীরেন্দ্র প্রতাপ ওরফে কালা রানা এবং জোগিন্দর সিংহের ছবি প্রকাশ করে জানানো হয়েছে, ওই পলাতকদের মধ্যে অনেকেরই ঠিকানা এখন কানাডা। তারা কানাডায় ভারতবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন