ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে সহায়তা পাচ্ছে আফগানিস্তান। এর পরিমাণ ১৫ কোটি মার্কিন ডলার। আফগান নারীরা এ থেকে উপকৃত হবেন, এটি নিশ্চিত হওয়ার পর এ সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। খবর দ্য গার্ডিয়ানের।
আফগানিস্তানে ২০২১ সালে ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকে সেখানে নারীর অধিকার সংকুচিত হয়ে আসছে। ২০২২ সালের ডিসেম্বরে তালেবান ঘোষণা দেয়, কোনো জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নারীরা কাজ করতে পারবেন না। মূলত তালেবানের ওই ঘোষণার পর ইইউ আফগানিস্তানকে সহায়তা দেওয়া বন্ধ করে দেয়।
এরপর ছয় মাস আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইইউ। এ ছাড়া তালেবান এটি নিশ্চিত করেছে যে, এ অর্থ থেকে আফগান নারীরা উপকৃত হবেন। এরপর অর্থ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় ইইউ। তবে এ অর্থ সরাসরি তালেবানের হাতে যাচ্ছে না। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংগঠন ও বিশ্বব্যাংকের মাধ্যমে এ অর্থ ব্যয় হবে।
মন্তব্য করুন