যুক্তরাষ্ট্রে অর্থ বিল নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী দলের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। একপ্রকার নিশ্চিতই ছিল আবারও শাটডাউন হচ্ছে দেশটিতে। তবে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসে বিল পাসের মাধ্যমে এ যাত্রায় শাটডাউন এড়াতে পারলেন দেশটির আইনপ্রণেতারা। আর এর ফলে বড় ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে রক্ষা পেল দেশটি। খবর বিবিসির।
শনিবার শেষ মুহূর্তে স্টপগ্যাপ তহবিল বিল পাস করে মার্কিন কংগ্রেস। এ বিল পাসের ফলে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত সরকারি অর্থায়ন বজায় থাকবে। তবে এ বিলে কট্টরপন্থি রিপাবলিকানদের দাবি মেনে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা রাখা হয়নি। মূলত ইউক্রেনের জন্য অর্থ সহায়তা নিয়েই দুদলের মধ্যে বিরোধ চলছিল। রিপাবলিকানরা চাচ্ছিলেন না কিয়েভের জন্য নতুন কোনো অর্থ বরাদ্দ হোক। শেষ পর্যন্ত তাদের সেই দাবি মেনেই বিল পাস করে শাটডাউন এড়ানো হলো। ৪৫ দিনের জন্য কেন্দ্রীয় সরকারের অর্থের জোগান দিতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি এ বিলটি সংসদে উত্থাপন করেছিলেন। প্রতিনিধি পরিষদে বিলটি ৩৩৫-৯১ এবং সিনেটে ৮৮-৯ ভোটের ব্যবধানে পাস হয়। কংগ্রেসের পাসের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরের পর সেটি আইনে পরিণত হয়। এর ফলে মাত্র ১০ বছরের মধ্যে চতুর্থ শাটডাউনের হাত থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র। বিল নিয়ে সিনেটে ভোটাভুটির পর পরই এক বিবৃতিতে জো বাইডেন বলেন, প্রতিনিধি পরিষদের কট্টর রিপাবলিকানরা একটি কৃত্রিম সংকট তৈরি করতে চেয়েছিলেন। একই সঙ্গে ইউক্রেনের জন্য তহবিল বরাদ্দে দেরি না করে নতুন আরেকটি বিল পাসের জন্য প্রতিনিধি পরিষদের স্পিকার ম্যাকার্থির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা কোনো পরিস্থিতিতেই ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা বাধাগ্রস্ত হতে দিতে পারি না। বিল পাসের পর সিনেটের সংখ্যাগরিষ্ঠ দল ডেমোক্র্যাট পার্টির নেতা চাক শুমার বলেন, এখন যুক্তরাষ্ট্রের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। কয়েক জন রিপাবলিকান নেতা যে উগ্র, কদর্য ও ক্ষতিকর বাজেট কাটছাঁটের তোড়জোড় শুরু করেছিলেন, তা এড়ানো গেছে। এ সময় তিনিও কিয়েভকে আরও অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।