পাকিস্তানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাষ্ট্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে ঘৃণাসম্পন্ন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিদ্রোহের পরিকল্পনাকারী ও মূলহোতাদের চেপে ধরার সময় এসেছে। গত বুধবার রাওয়ালপিন্ডিতে ফরমেশন কমান্ডার্সের বার্ষিক বৈঠকে মিলিত হন সেনাপ্রধানসহ বাহিনীর অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এ কথা বলা হয়। এদিকে পিটিআইর চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কোরেশির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে জানা গেছে। গত বুধবার এই দুই নেতা বৈঠক করেন। সেখানেই তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। খবর দ্য ডন, জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউনের।
বিবৃতিতে কারও নাম উল্লেখ না করা হলেও ধারণা করা হচ্ছে ইমরান খানকে ইঙ্গিত করা হয়েছে। পরোক্ষভাবে সাবেক প্রধানমন্ত্রী ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) দমিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আইএসপিআর বলেছে, নাশকতাকারী এবং উসকানিদাতাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। রাষ্ট্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহকারী ও তাদের মূলহোতাদের চেপে ধরা হবে। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জঘন্য উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল তাদের কাউকে ছাড়া হবে না। গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের জেরে পিটিআইয়ের সমর্থকসহ বিপুলসংখ্যক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর, লাহোরের কর্পস কমান্ডারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পেছনে ইমরানের সমর্থকদের হাত রয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে সেনাবাহিনী। এসবের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার হুমকিও দিয়েছে তারা।
গত বছরের নভেম্বরে সেনাপ্রধান হন জেনারেল অসিম মুনির। ইমরান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন অসিমের সঙ্গে তার দূরত্ব ছিল। অসিম সেনাপ্রধান হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ইমরান দাবি করেছেন, তিনি যেন পুনরায় ক্ষমতায় না আসতে পারেন সেজন্য সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
এদিকে গত বুধবার পিটিআইর চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার কথা ছিল শাহ মেহমুদ কোরেশির। কিন্তু তা না করে তিনি সরাসরি লাহোরে চলে যান। বৈঠকে ইমরানকে এই সংকটময় মুহূর্তে পিছিয়ে যাওয়া বা বিদেশে চলে যাওয়ার প্রস্তাব দেন কোরেশি। যদি এগুলো না করেন তাহলে আপাতত পিটিআই নেতাকে চুপ থাকার অনুরোধ জানান তিনি। এ ছাড়া সমস্যা সমাধানে তাকে এবং অন্যদের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী। কোরেশি আরও বলেন, তাদের খারাপ সময় যাচ্ছে। এই সময়ে আবেগ দিয়ে নয়, বুদ্ধিসম্পন্ন সিদ্ধান্ত নিতে হবে। এসব নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বৈঠক শেষে সমর্থকদের উদ্দেশে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ইমরান।
মন্তব্য করুন