বিশ্ববেলা ডেস্ক
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

৯ মের হোতাদের ছাড় দেবে না সেনাবাহিনী

পাকিস্তানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাষ্ট্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে ঘৃণাসম্পন্ন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিদ্রোহের পরিকল্পনাকারী ও মূলহোতাদের চেপে ধরার সময় এসেছে। গত বুধবার রাওয়ালপিন্ডিতে ফরমেশন কমান্ডার্সের বার্ষিক বৈঠকে মিলিত হন সেনাপ্রধানসহ বাহিনীর অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এ কথা বলা হয়। এদিকে পিটিআইর চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কোরেশির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে জানা গেছে। গত বুধবার এই দুই নেতা বৈঠক করেন। সেখানেই তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। খবর দ্য ডন, জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউনের।

বিবৃতিতে কারও নাম উল্লেখ না করা হলেও ধারণা করা হচ্ছে ইমরান খানকে ইঙ্গিত করা হয়েছে। পরোক্ষভাবে সাবেক প্রধানমন্ত্রী ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) দমিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আইএসপিআর বলেছে, নাশকতাকারী এবং উসকানিদাতাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। রাষ্ট্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহকারী ও তাদের মূলহোতাদের চেপে ধরা হবে। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জঘন্য উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল তাদের কাউকে ছাড়া হবে না। গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের জেরে পিটিআইয়ের সমর্থকসহ বিপুলসংখ্যক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর, লাহোরের কর্পস কমান্ডারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পেছনে ইমরানের সমর্থকদের হাত রয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে সেনাবাহিনী। এসবের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার হুমকিও দিয়েছে তারা।

গত বছরের নভেম্বরে সেনাপ্রধান হন জেনারেল অসিম মুনির। ইমরান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন অসিমের সঙ্গে তার দূরত্ব ছিল। অসিম সেনাপ্রধান হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ইমরান দাবি করেছেন, তিনি যেন পুনরায় ক্ষমতায় না আসতে পারেন সেজন্য সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

এদিকে গত বুধবার পিটিআইর চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার কথা ছিল শাহ মেহমুদ কোরেশির। কিন্তু তা না করে তিনি সরাসরি লাহোরে চলে যান। বৈঠকে ইমরানকে এই সংকটময় মুহূর্তে পিছিয়ে যাওয়া বা বিদেশে চলে যাওয়ার প্রস্তাব দেন কোরেশি। যদি এগুলো না করেন তাহলে আপাতত পিটিআই নেতাকে চুপ থাকার অনুরোধ জানান তিনি। এ ছাড়া সমস্যা সমাধানে তাকে এবং অন্যদের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী। কোরেশি আরও বলেন, তাদের খারাপ সময় যাচ্ছে। এই সময়ে আবেগ দিয়ে নয়, বুদ্ধিসম্পন্ন সিদ্ধান্ত নিতে হবে। এসব নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বৈঠক শেষে সমর্থকদের উদ্দেশে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ইমরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে

বুধবার ঢাকার যেসব এলাকায় যাবেন না

রাশিফল অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি

নাশকতা ঠেকাতে কুলাউড়া রেলস্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা

ময়মনসিংহে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

শোকজ করায় আনন্দিত শামীম ওসমান

ট্রেনে কাটা পড়ে দুই বৃদ্ধ নিহত

শরিকদের সঙ্গে আজ বসবেন শেখ হাসিনা

হাঁসে ধান খাওয়ায় পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

১০

মানিকগঞ্জ-২ আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল

১১

এমপি হতে চেয়ারম্যানের পদত্যাগ, বাছাইয়ে বাতিল হলো মনোনয়ন

১২

স্বাধীনতা কাপের সেমিতে আবাহনী-রহমতগঞ্জ

১৩

টটেনহামের কাছেও পয়েন্ট খোয়ালো ম্যানসিটি

১৪

ভোলায় বিএনপির মশাল মিছিল

১৫

লালমনিরহাট-২ আসনে বাদ পড়লেন ৪ প্রার্থী

১৬

টাঙ্গাইলে বিএনপির মশাল মিছিল

১৭

"টেকসই করপোরেট ও জবাবদিহিতা অনুশীলন" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৮

সিরাজগঞ্জ -৩ আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

১৯

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X