তাইওয়ানের আকাশসীমায় চীনের ৩৭টি যুদ্ধবিমান প্রবেশ করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ছয় ঘণ্টার মধ্যেই একের পর এক যুদ্ধবিমান তাদের আকাশে ঢুকে পড়তে দেখে বিমান প্রতিরক্ষা পদ্ধতি সক্রিয় করে দেশটি। এরপর চীনা বিমানগুলো পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়। গতকাল বৃহস্পতিবারের এ ঘটনা দেশটির আকাশে বেইজিংয়ের গণঅনুপ্রবেশের সর্বশেষ পদক্ষেপ। খবর বিবিসি ও আলজাজিরার।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বলেন, স্থানীয় সময় ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ৩৭টি যুদ্ধবিমান প্রবেশ করে। এক টুইট বার্তায় মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের সামরিক বাহিনী পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। টহল বিমান, নৌযান এবং ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন