n বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে।
n বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ১৯৯৩ সালে। ওই বছর দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট স্থাপন করা হয়। পরে দেশে সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
n ই-মেইল আবিষ্কৃত হয় ১৯৭১ সালে। প্রথম ই-মেইলটি পাঠান যুক্তরাষ্ট্রের রে টমলিসন।
n গুগল চালু হয় ১৯৯৮ সালে।
n ফেসবুক প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে। এখন এর প্রাতিষ্ঠানিক নাম মেটা।
n ইউটিউব চালু হয় ২০০৫ সালে।
n ২১ মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলংজাতে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবলে যুক্ত হয়।
n প্রথমবারের মতো মহিষের জীবনরহস্য উন্মোচন করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা।
n ২০১৩ সালে দেশি পাটের জীবনরহস্য উন্মোচনে নেতৃত্ব দেন ড. মাকসুদুল আলম।
n বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি আছে যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
n বাংলাদেশে প্রথম থ্রিজি সেবা চালু হয় ১৪ অক্টোবর ২০১২ সালে।
n বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার ‘IBM-1620’। ওটা নিয়ে আসে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ১৯৬৪ সালে।
n জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে ২০১৩ সালের ২১ ফ্রেব্রুয়ারি।
n বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’ উদ্বোধন হয় ২০১৩ সালের ১৩ এপ্রিল।
n বাংলাদেশের প্রথম ‘ওয়াইফাই সিটি’ হিসেবে যাত্রা শুরু করল সিলেট। নগরের ৬২টি এলাকার ১২৬টি স্থানে ফ্রি ওয়াইফাই সেবা চালুর মধ্য দিয়ে এর বাস্তবায়ন হয়।
n ছবির জনপ্রিয় ফরম্যাট JPEG-এর পূর্ণরূপ—Joint Photographic Expert Group।
n Wi-Fi র পূর্ণরূপ—Wireless Fidelity।
n HTTP-এর পূর্ণরূপ—Hyper Text Transfer Protocol।
মন্তব্য করুন