কালবেলা প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৩, ০২:২৭ এএম
প্রিন্ট সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

খেলায় খেলায় খচিত

ব্যাডমিন্টন, বর্শা নিক্ষেপ, ভলিবল, হ্যান্ডবল, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, টেবিল টেনিসসহ আরও অনেক খেলায় সিদ্ধহস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তামান্না সুলতানা সুমাইয়া। শুধু খেলোয়াড়ই নয়, প্রশিক্ষক হিসেবেও নামডাক আছে তার। করেন আম্পায়ারিংও। খেলাধুলায় রীতিমতো ক্যাম্পাস হিরো তামান্না। তার গল্পটা জানাচ্ছেন মারুফ হোসেন।

মন খারাপ করে বসে আছে বোন। ভাই ঠিক ধরতে পেরেছে বোনের মন ভালো নেই। কেন ভালো নেই—এ নিয়ে জেঁকে বসল কৌতূহল। জানতে গিয়ে বোনকে বললেন, কীরে ইদানীং খেলাধুলায় ভাটা পড়েছে নাকি। এমন প্রশ্ন করার কারণ আছে বটে। ভাই জানে, তার বোন খেলাধুলা ভীষণ পছন্দ করে। খেলা নিয়ে থাকলে মন ভার করে থাকার প্রশ্নই আসে না। আর এতেই কাজ হলো। খেলার প্রসঙ্গ আসতেই আবার নড়েচড়ে বসে মেয়েটা। ভাইও বুঝতে পারেন, মওকা মতো বল ছুড়েছেন তিনি।

গল্পটা জবির তামান্নার। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি দারুণ ঝোঁক তার। মেয়ে খেলাধুলা করলেও মা চাইতেন না তাতে অতিমাত্রায় জড়িয়ে পড়ুক। নিষেধ থাকলেও লুকিয়ে লুকিয়ে ব্যাট-বল হাতে চলে যেতেন স্কুলে। বোন ছিল খেলার সাথী। স্কুলে নিয়মিত খেলাধুলাটা চালিয়ে যেতে যেতেই নজরে চলে আসেন সবার। একদিন স্কুলের সিনিয়র খেলোয়াড়দের দায়িত্ব দেওয়া হলো ছোটদের মধ্যে থেকে প্লেয়ার বাছাই করার। সেখানে তামান্না সিলেক্ট হন। সেটি ছিল তামান্নার শুরু। সিলেক্টেড হয়েই একটার পর একটা জাদু দেখিয়ে যান ব্যাটে। সবাইকে অবাক করে ওই খেলায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন তিনি। স্কুল, কলেজে খেলাধুলার যে ধারাবাহিকতা, সেটি বিশ্ববিদ্যালয়ে ধরে রাখেন তামান্না। ক্যাম্পাসেও দেখাতে থাকেন চমক। তামান্না ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেরা নারী খেলোয়াড়। পুরস্কারের তালিকাটাও দীর্ঘ। বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০১৯-এ পদক লাভ, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস (ছাত্রী) প্রতিযোগিতা ২০২২-২৩-এ জবি’র তৃতীয় স্থান লাভ (দলগত), জবির চতুর্থ ও পঞ্চম ইনডোর প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় (ছাত্রী)।

শুধু খেলোয়াড়ই নয়; কোচের দায়িত্বও পালন করছেন কয়েকটি প্রতিষ্ঠানে। টেবিল টেনিসে প্রায়ই আম্পায়ারিং করে থাকেন তামান্না। ভবিষ্যতে নিজেকে একজন ভালো প্রশিক্ষক হিসেবে দেখতে চান তিনি। স্পোর্টসেই গড়তে চান ক্যারিয়ার।

তামান্না বললেন, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েদের খেলা শেখানোর জন্য নারী প্রশিক্ষক সাধারণত পাওয়া যায় না। আমি সে জায়গাটা পূরণে কাজ করতে চাই।’

খেলাধুলায় দারুণ বিচরণ থাকলেও একাডেমিক রেজাল্টেও ভাটা পড়তে দেননি। অনেকেই তো বলে ফেলেন, তুই এত কিছু একসঙ্গে কীভাবে সামলাচ্ছিস। বন্ধুদের আড্ডা আসরেও তামান্নার নামটাও ঘুরপাক খায়। তামান্না বললেন, ‘আমার বন্ধুদের অনেকেই ফোনে কন্টাক্ট নম্বরে আমার নামটা সেভ করে ‘তামান্না প্লেয়ার বা খেলোয়াড়’ লিখে। ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড় আর খুনসুটিতেই কাটে।’স্যারদেরও মন জয় করে নিয়েছেন খেলাধুলায় সুনাম কুড়িয়ে। বললেন, ‘স্যাররা আমাকে খুব উৎসাহ দেন। তাদের হাসিমাখা মুখে, এগিয়ে যাও তামান্না, এগিয়ে যাও শুনলে বুকটা আশায় ভরে যায়।’

বন্ধুদের অনেকেই শরীর ফিট রাখার নানা কৌশলও জানতে চান তামান্নার কাছে। বললেন, ‘যতটুকু সম্ভব বন্ধুদের হেল্প করার চেষ্টা করি। তারাও আমাকে দারুণ সাপোর্ট দেয়, উৎসাহ দেয়।’

বিকেএসপিতে কোচের প্রশিক্ষণও গ্রহণ করেন তামান্না। বললেন, ‘বিকেএসপিতে এসে নিজেকে অন্যভাবে চিনতে পারি। প্রশিক্ষক হিসেবে এখানে আসতে পেরে আত্মবিশ্বাসটাও বেড়া যায়।’ এ কোর্সের জন্য অনলাইনে আবেদন করতে হয়েছিল তামান্নাকে। পরীক্ষা-নিরীক্ষার পরই সুযোগ পেয়েছিলেন কোর্সটির জন্য। কোচ হিসেবে প্রশিক্ষণ দিতে কুমিল্লার প্রত্যন্ত এলাকায়ও ছুটে গেছেন তামান্না। খেলাধুলাতে যেন তার সব স্বপ্ন বোনা। তামান্না বললেন, ‘খেলাধুলায় গৌতম স্যারের উৎসাহ অনুপ্রেরণা বেশি পাই।’ ভবিষ্যতে খেলাধুলা নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে বললেন, ‘ক্রীড়া বিষয়ে ডিগ্রি অর্জন ও পিএইচডি করার ইচ্ছা রয়েছে। ক্রীড়াতেই গড়তে চাই ক্যারিয়ার। আমি যেটিকে মনে লালন করি, সেটিকে নিয়ে জীবনটা কাটাতে চাই।’ টেবিল টেনিসকে তুলে ধরতে চান নিজ জেলা কুমিল্লা ছাপিয়ে পুরো দেশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মের আগেই নবজাতক বিক্রি, অতঃপর...

ফরিদপুর-৩ / নৌকার প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিলে এ. কে. আজাদের আপিল

একাত্তরে গণহত্যা / জাতিসংঘের স্বীকৃতি দাবি বিভিন্ন শ্রেণি-পেশার ১০০০ প্রতিনিধির 

নবম গ্রেডে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি

নারায়ণগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতাকে গুলি

পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নের অপরিহার্যতা বিষয়ে সেমিনার

স্বর্ণের দোকানে ডাকাতি, নৈশপ্রহরীকে হত্যা

যবিপ্রবিতে চাকরিপ্রার্থীদের আটকে মারধর, ৬ জনের নামে মামলা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

রাজবাড়ীতে ট্রেন আটকে দিল এলাকাবাসী

১০

জলাশয় ভরাট করে বিএডিসির ল্যাব নির্মাণ বন্ধে প্রধানমন্ত্রীকে চিঠি

১১

শান্তিনগর, শাহজাহানপুর ও আরামবাগে বাহাউদ্দিন নাছিমের মতবিনিময়

১২

শেখ হাসিনার জনপ্রিয়তা আ.লীগের সবচেয়ে বড় শক্তি : নাছিম

১৩

একই সিনেমায় অনুপম-পরমব্রত!

১৪

ইসরায়েলকে সমর্থন করার ফল ১১ কোটি টাকা লোকসান

১৫

মানবাধিকার দিবসে দেশে পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত হচ্ছে : তথ্যমন্ত্রী

১৬

সৌদি আরবে যুদ্ধবিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

১৭

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসী আটক

১৮

ইসরায়েলি বিমান হামলায় বিখ্যাত ফিলিস্তিনি কবি নিহত

১৯

‘অযৌক্তিক চাপের’ অভিযোগ তুলে জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

২০
X