চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট (সিজিআই) থাইল্যান্ডের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি মাল্টিডিসিপ্লিনারি স্নাতকোত্তর একাডেমিক ইনস্টিটিউট, যা ২০০৫ সালে প্রফেসর ড. হার রয়্যাল হাইনেস প্রিন্সেস চুলাভর্ন ক্রম ফ্রা শ্রীসাভাঙ্গবধনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে অ্যাপ্লায়েড বায়োলজিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য এনভায়রনমেন্টাল হেলথ, এনভায়রনমেন্টাল টক্সিকোলজি এবং কেমিক্যাল সায়েন্সেস বিষয়ে প্রোগ্রাম অফার করছে। এই বছর প্রতিষ্ঠানটিতে স্নাতকোত্তর ডিগ্রিতে অধ্যয়ন করার জন্য আন্তর্জাতিক আবেদনকারীদের মধ্য হতে যোগ্যতার ভিত্তিতে ১৫ জনকে বৃত্তি প্রদান করা হবে।
সুবিধা
বৃত্তিপ্রাপ্ত স্কলাররা একটি মাসিক উপবৃত্তি পাবেন, যা দিয়ে তাদের পড়াশোনার খরচ বহন করতে সহায়তা নিশ্চিত করবে।
এই বৃত্তি টিউশন ফি সম্পূর্ণরূপে কভার করবে। ফলে শিক্ষার্থীরা শিক্ষাগত খরচের বোঝা থেকে মুক্তি পাবে। ক্রেডিট ফি, ল্যাবরেটরি খরচ, রিফ্রেশার কোর্স ফি, এনরোলমেন্ট ফি, থিসিস ফি এবং থিসিস ডকুমেন্ট বানানোসহ অন্যান্য একাডেমিক ফিও এই বৃত্তির আওতায় পড়বে। ফলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বা স্কলার শুধু তাদের পড়াশোনার ওপর ফোকাস করলেই হবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা রাউন্ড-ট্রিপ বিমান ভাড়া পাবেন। এতে করে তারা ভ্রমণের সুবিধা পাবেন।
বৃত্তিপ্রাপ্তদের জন্য ভিসা ফি মঞ্জুর করা হয়েছে এবং আন্তর্জাতিক ছাত্রদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রাপ্তির প্রক্রিয়াকে সহজ করা হয়েছে।
স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীকে বাসস্থান ভাতা প্রদান করা হবে। স্কলাররা পড়াশোনার সময় তাদের জীবনযাত্রার খরচ সহজেই বহন করতে পারবেন।
বৃত্তিটি শিক্ষার্থীদের তাদের নতুন একাডেমিক পরিবেশে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহায্য করার জন্য প্রথম বন্দোবস্ত ভাতা প্রদান করবে।
স্থানান্তর ভাতাও এই বৃত্তির আওতাভুক্ত।
স্কলারদের প্রয়োজনীয় শিক্ষাগত সম্পদের অ্যাক্সেস নিশ্চিত করার জন্য বই ভাতা দেওয়া হয়। স্বাস্থ্য বীমাও এই বৃত্তির অন্তর্ভুক্ত।
আবেদনের যোগ্যতা
বয়স ৩০ বছরের কম হতে হবে। আবেদনকারী শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ দশমিক ৭৫ সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞান: রসায়ন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান, আণবিক জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান: মেডিসিন, চিকিৎসা প্রযুক্তি ও ফার্মাসি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্স।
আবেদনকারীদের বৈজ্ঞানিক পরীক্ষাগার গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে।
বৃত্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীকে ইংরেজি ভাষার দক্ষতা থাকা লাগবে। আইইএলটিএস বা টোফেল সে ক্ষেত্রে দরকার হবে। আবেদনকারী প্রার্থীদের একটি এসওপি লিখতে হবে, যাতে এই বৃত্তিতে অধ্যয়নের আগ্রহ চিত্রিত হয়।
আবেদন করতে
আবেদনকারীদের চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট পোস্ট-গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের আবেদনপত্র পূরণ করতে হবে এবং নিম্নলিখিত চ্যানেলের মাধ্যমে অন্যান্য সহায়ক নথির সঙ্গে জমা দিতে হবে।
ইমেইলের মাধ্যমে আবেদনপত্রের স্ক্যান করা ফাইল এবং সব সহায়ক নথি পাঠাতে হবে: [email protected] ঠিকানায়।
ধাপ (১) সম্পন্ন হওয়ার পর, যেসব নথি বিশ্ববিদ্যালয়ে ইমেইলে পাঠিয়েছেন, তা আবার পোস্টালের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় পাঠাতে হবে। বিস্তারিত www.cgi.ac.th/admissions/cgi-af-scholorship/।
গ্রন্থনা: জুবায়ের আহম্মেদ