পাবনার ঈশ্বরদীতে চিকিৎসাধীন অবস্থায় রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোররাতে উপজেলার আলো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লিভাইনা ইউলিয়া (৩২) গ্রিনসিটির রুশ এনারগাতন কোম্পানির কনসার্ন হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, মঙ্গলবার দুপুরে পেটের পীড়ার সমস্যা নিয়ে চিকিৎসা নিতে শহরের আলো জেনারেল হাসপাতালে আসেন মৃত ইউলিয়া। সেখানে কর্মরত চিকিৎসক তার সুস্থতার জন্য সেখানে ভর্তি করেন। চিকিৎসা নিয়ে শারীরিক কিছুটা সুস্থতার পর গতকাল ভোররাতে ইউলিয়া একাই টয়লেটে যান। টয়লেট থেকে ফিরতে দেরি হওয়ায় দায়িত্বরত সেবিকা টয়লেটের দরজায় নক করে তার কোনো সাড়া না পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। কর্তৃপক্ষ এসে টয়লেটের দরজা ভেঙে ইউলিয়াকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন