বন্ধুর বোনকে রক্ত দিতে গত সোমবার রাতে বাসা থেকে বের হয়ে হত্যাকাণ্ডের শিকার হন রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি বিভাগ) তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র (২৩)।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির নেতা ও সদস্যরা।
কর্মসূচিতে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি তাপস সাহা, সুকেশ সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বাপন রাউত, শঙ্কর সাহা, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সদর উপজেলা শাখার সভাপতি কিংকর মিত্র, সাধারণ সম্পাদক চিরঞ্জীব রায়, ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, তুষার দত্ত, উৎপল দত্ত প্রমুখ। এ সময় তারা অনতিবিলম্বে মেধাবী ছাত্র প্রান্ত মিত্রের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে না পারলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটি।
মন্তব্য করুন