সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর সর্বজনীন দুর্গামন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে দুর্গাপ্রতিমা ভাঙচুর করে। ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির সদস্য, রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকার সরাইল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আশীষ কুমার চক্রবর্তী। এ সময় তিনি ন্যক্কারজনক ঘটনার জন্য দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একদল উগ্রবাদী ধর্মান্ধ মানুষ আড়াল থেকে এসব নিন্দিত কর্মকাণ্ডে উসকানি দিচ্ছে। তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ডা. আশীষ কুমার চক্রবর্তী মন্দির সংস্কারের জন্য ২৫ হাজার টাকা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন। পরে তিনি পার্শ্ববর্তী মলাইশর শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্দির কমিটির সভাপতি প্রিয়তোষ চক্রবর্তী, আহ্বায়ক পল্লব চক্রবর্তী, সদস্যরাসহ জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন।
আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব সঞ্জীব ভট্টাচার্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ নবী খান পলাশ, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদ, সরাইলের সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, ছাত্রনেতা তন্ময় চক্রবর্তী তনু প্রমুখ।
মন্তব্য করুন