ঝিনাইদহ পৌরসভায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত বুধবার পৌরসভার ভাষাসংগ্রামী মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। নতুন অর্থবছরে ১১৩ কোটি ৩০ লাখ ৩ হাজার ৩৪৪ টাকার বাজেট ঘোষণা করেন তিনি।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের স্থানীয় সরকারের উপপরিচালক ইয়ারুল ইসলাম। এ ছাড়া পৌরসভার সংস্থাপন ও অর্থবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাইফুল ইসলাম মধু, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন প্রমুখ।
মন্তব্য করুন