রাজধানীর শান্তিনগরে মো. মানিক (৪৫) নামে এক সাবেক শ্রমিক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। আহত মানিক শনির আখড়া এলাকার বাসিন্দা। তাকে ঢামেকে নিয়ে আসা সাবেক শ্রমিক নেতা ইসমাইল হোসেন বাচ্চু মিয়া বলেন, আমরা দুজন মালিবাগের দিকে হেঁটে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে মানিক একটু সামনে চলে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ মানিকের অবস্থা আশঙ্কজনক। তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মন্তব্য করুন