নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক কৃষককে শিকলবন্দি করে নির্যাতনের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর ৪টার দিকে অভিযুক্ত আব্দুল আজিজকে (৩৫) মশিন্দা ইউনিয়নের বাহাদুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নির্যাতিত কৃষক আসাদ আলীর (৫৫) বাড়ি পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামে। এ ঘটনায় থানায় অভিযোগ করেন কৃষকের স্ত্রী সাহেরা বেগম।
গত শনিবার সকালে সুদের টাকা না দেওয়ায় সেই কৃষককে ধরে নিজ বাড়িতে নিয়ে যায় সুদের ব্যবসায়ী আব্দুল আজিজ। পরে নিজ বাড়ির বারান্দায় শিকলবন্দি করে আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে।
নির্যাতনের শিকার আসাদ আলী বলেন, তিন বছর আগে আমি ৮০ হাজার টাকা সুদ নিয়েছিলাম আব্দুল আজিজের কাছ থেকে। দুই বছরে ২০ হাজার টাকা সুদ এবং আসলের ৩০ হাজার টাকা পরিশোধ করেছি। বাকি ৫০ হাজার টাকা এ বছর দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই একটি দুর্ঘটনায় শিকার হই এবং টাকা দিতে ব্যর্থ হই।
সংসারে স্ত্রী ও দুই মেয়ে আছে। একটি ছেলে ছিল সে বাড়িতে থাকে না। আমার উপার্জনে সংসার চলে। আমি সকালে নিজ বাড়িতে শুয়ে ছিলাম। আব্দুল আজিজ জোর করে আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় তার বাড়িতে। সেখানে আমার ওপর নির্যাতন করে শিকল দিয়ে বেঁধে রাখে। সন্ধ্যার দিকে পুলিশ আসার কথা শুনে শিকল খুলে দেওয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে সুদের ব্যবসায়ী আব্দুল আজিজ বলেন, ‘অনেক দিন পাওনা টাকা ফেরত চেয়েও পাইনি। তাই বাড়ি থেকে তুলে নিয়ে এসে শিকলবন্দি করে রাখা হয়েছিল, যেন পালিয়ে যেতে না পারে। তবে তিনি নির্যাতনের বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোনারুজ্জামান বলেন, এক ব্যক্তিকে নির্যাতনের ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। এটি জানামাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়। আসামি পলাতক থাকায় ঘটনাস্থল থেকে তাকে আটক করা সম্ভব হয় না। শনিবার ভোররাতে মূলহোতা আব্দুল আজিজকে নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন