পূর্ব সুন্দরবনে মাছ ধরতে যাওয়া শিপার হাওলাদার (২২) নামে এক জেলের খণ্ডিত মাথা ও পরিধেয় কাপড় উদ্ধার করেছেন স্থানীয়রা। গতকাল রোববার সকালে এসব উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে বাঘে খেয়েছে।
শিপার শরণখোলা উপজেলার সুন্দরবন-সংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।
সংশ্লিষ্ট গ্রামের ইউপি সদস্য মো. কামাল হোসেন তালুকদার জানান, গত ২৭ সেপ্টেম্বর শিপার বাড়ি থেকে কাউকে না বলে ভোলানদী পার হয়ে কাঁকড়া ধরতে একা সুন্দরবনে প্রবেশ করেন। তার বাবা ফারুক হাওলাদার এর আগে বন বিভাগের ধানসাগর স্টেশন অফিস থেকে অনুমতি নিয়ে সুন্দরবনের পৃথক স্থানে মাছ ধরতে যান। শনিবার দুপুরে ফারুক হাওলাদার বাড়ি এসে জানতে পারেন তার ছেলে শিপার চার দিন ধরে নিখোঁজ রয়েছে। এরপর তিনি বাড়ির কাছাকাছি সুন্দরবনে খোঁজাখুজি করে ছেলেকে না পেয়ে এলাকাবাসীকে জানান। পরদিন রোববার সকালে তার নেতৃত্বে প্রায় ৫০ এলাকাবাসী সুন্দরবনে খুঁজতে থাকেন। সকাল ৮টার দিকে বনের তুলাতলা খাল এলাকায় শিপারের মাথার কাছে একটি বাঘকে বসে থাকতে দেখেন। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে বাঘটিকে তাড়িয়ে শিপারের ক্ষতবিক্ষত মাথা উদ্ধার করেন। এরপর আশপাশের বন তল্লাশি করে তার পরিধেয় কাপড় উদ্ধার করা হয়। তাদের ধারণা এর আগে বাঘটি শিপারের দেহ খেয়ে ফেলে।
বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, শিপারের বাড়ি সুন্দরবন-সংলগ্ন হওয়ায় তিনি বন বিভাগের অনুমতি না নিয়ে একা পালিয়ে বনে প্রবেশ করেন। সকালে এলাকাবাসী খোঁজাখুজি করে তার মাথা নিয়ে আসার পর আমরা ঘটনাটি জানতে পারি।