জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিল আমেরিকা, আজ তাদের মুখে এসব কথা শোভা পায় না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে এ দেশে উন্নয়ন হয়। রাস্তাঘাট, পদ্মা সেতু হয়। যখন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার হাত ধরে দেশ পরিচালনা করে, তখনই ষড়যন্ত্র করা হয়। এ ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।
গতকাল রোববার রাতে ময়মনসিংহের ভালুকায় মুক্তিযুদ্ধে আফসার বাহিনীর প্রতিষ্ঠাতা ও অধিনায়ক, সাবসেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিন আহমেদের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ আপনারা মানবাধিকারের কথা বলেন, যেদিন শিশু শেখ রাসেলকে হত্যা করা হলো, যখন শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করা হলো, তখন কোথায় ছিল মানবাধিকার।
ভালুকা উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা আফসার স্মৃতি সংসদ এ অনুষ্ঠান আয়োজন করে। স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম মিয়া চানের সভাপতিত্বে ও আফতাব উদ্দিন মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য ফখরুল ইমাম, স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংসদ সদস্য মনিরা সুলতানা মনি প্রমুখ।