গাজীপুরের কালীগঞ্জে ইউএনওর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার রাতে মোক্তারপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন আনসার সদস্য আকরাম হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান। মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যানবাহন পার্কিং নিয়ে ইউএনওর নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এতে ইউএনওর গাড়িচালক রুবেল হোসেন, আনসার সদস্য মো. আকরাম ও রেজোয়ান, বিআরডিবি অফিসের কর্মচারী লিটন আহমেদ, প্রকৌশলী অফিসের কর্মচারী রাসেল মিয়া ও মাধ্যমিক শিক্ষা অফিসের প্রোগ্রামার উজ্জ্বল কুমার শীল আহত হন।
এ সময় ইউএনও মো. আজিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত থাকলে তাকেও আক্রমণের চেষ্টা করা হয়। এ ঘটনায় মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন শতাধিক নেতাকর্মী বাড়ি ছাড়া এবং এলাকায় আতঙ্ক বিরাজ করছে।