সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যায় মামলা হয়েছে। গতকাল রোববার বিকেলে নিহত মোক্তারুল হোসেন বাবুলের ভাই আয়নাল হক আশুলিয়া থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন। তবে পোশাক শ্রমিক দম্পতি ও শিশুকে হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে নিহতদের ফ্ল্যাটে মিলেছে রান্না করা খিচুড়ি ও পাঁচ-ছয়টি চায়ের কাপ।
জানা যায়, শনিবার রাতে দুর্গন্ধের জেরে প্রতিবেশীরাই ঘরের দরজা ঠেলে দেখতে পান স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ পড়ে আছে। এরপর
বাড়িওয়ালাকে জানালে তিনি ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এর মধ্যে এক রুম থেকে মা শাহিদা বেগম ও ১২ বছরের ছেলে জয়ের গলাকাটা রক্তাক্ত লাশ এবং পাশের কক্ষে গামছা দিয়ে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় স্বামী মোক্তারুল হোসেন বাবুলের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দু-এক দিন আগে তাদের হত্যা করা হয়েছে। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক হাচিব শিকদার জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে। অপরাধীকে খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, হত্যাকাণ্ড দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের চেতনানাশক কোনো কিছু খাওয়ানো হয়েছিল। অচেতন করার পর তাদের হত্যা করা হয়। তাদের কোনো কিছু খোয়া যায়নি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না হত্যার কারণ।