চলতি অক্টোবর মাসেই আওয়ামী লীগ সরকারকে বিদায় করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিনু। গতকাল রোববার বিকেলে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের মুক্তি ও ‘ফরমায়েশি’ রায়ের প্রতিবাদে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মিনু বলেন, এই অক্টোবরেই দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। দেশকে স্বৈরাচারমুক্ত করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য পিচঢালা কালো রাজপথেই আল্লাহ যেন আমাকে শহীদ করে নেয়। আমরা জীবন দেব।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত খালেক, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ, জেলার সদস্য সচিব বিশ্বনাথ সরকার প্রমুখ।