কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী বিএনপির ৪০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলাটি করেন। এর পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন টুকুকে (৪০) গ্রেপ্তার করে।
জানা গেছে, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে শনিবার বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি ছিল। এ সময় সদরের তিনকোনা মোড়ে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করেছি এবং বাকি আসামিদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।