বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি হাসান উদ্দিন সরকারের স্ত্রী সুলতানা রাজিয়া (৬৯) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গত শনিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। গতকাল রোববার বাদ জোহর টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সুলতানা রাজিয়া দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। এর মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গত বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সুলতানা রাজিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল করীম রনি, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, মহানগর জামায়াতের আমির জামাল উদ্দিন ও সেক্রেটারি খায়রুল হাসান, প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু এবং সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।