সিলেটের গোয়াইনঘাট থেকে ৯ হাজার ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই এলাকা থেকে ৫০ কেজি ওজনের ১৮২ বস্তাভর্তি ৯ হাজার ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, জব্দকৃত ভারতীয় চিনির মালিকরা হচ্ছেন ডালিম মিয়া (২২), শাকিল (১৮), সালেহ আহমেদ (২২), জুয়েল (২২), আব্দুল মজিদ (৪২) ও সিদ্দিক (৫০)। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা করেছে।