টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সময় অসুস্থ হয়ে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। গতকাল রোববার সকালে ফাইনাল পরীক্ষার দৌড়ে অংশ নিয়ে মৃত্যু হয় কামাল হোসেন (৪৬) নামে এ কর্মকর্তার। তিনি বরিশাল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ছিলেন। ট্রেনিং সেন্টারের মেডিসিন ইনফরমার জাকির হোসেন জানান, কামাল হোসেন ভোরে বুকের ব্যথা অনুভব করলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ডিআইজি মো. নজরুল ইসলাম জানান, সকালে তাদের প্রশিক্ষণের ফাইনাল পরীক্ষা ছিল। প্রথম এক কিলোমিটার দৌড়ানোর পরে সে দ্বিতীয় পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অপেক্ষা করছিল। প্রথম পরীক্ষায় সে শতভাগ নম্বরও পেয়েছিল। দ্বিতীয় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর ঘটনায় পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আশফাকুল আলমকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ডিআইজি জানিয়েছেন।