নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মোবাইল ফোনে এ হুমকি দেন বলে জাহাঙ্গীর আলম অভিযোগ করেন। তাদের দু’জনের ১ মিনিট ১১ সেকেন্ডের একটি অডিও রেকর্ডিং এই প্রতিবেদকের হাতে এসেছে। অডিওতে আবুল কালামকে স্পষ্ট বলতে শোনা যায়, ৫ নম্বর ওয়ার্ডে নৌকার লোক ছাড়া আর কেউ নামতে পারবে না। স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং বর্তমান কমিটির উপদেষ্টা। তিনি আড়াইহাজার পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র বা প্রথম মেয়র ছিলেন। এবারের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সুন্দর আলীর সমর্থক বলে জানা গেছে।
জানতে চেয়ে যোগাযোগ করলে আবুল কালাম বলেন, বিষয়টি মিথ্যা এবং এ অডিওটি তার নয় বলে দাবি করেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ বাজে কথা। নির্বাচন করার অধিকার সবার আছে, এটি গণতান্ত্রিক অধিকার। আমার কণ্ঠের মতো অন্য কারও কণ্ঠ হতেও তো পারে। এটি আমার কথা নয়, আমি এ ধরনের কোনো কথা বলিনি।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ দেব।
মন্তব্য করুন