গাজীপুরের বিলাসপুর এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মালা আক্তার নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরে উপপুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার মালা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার শফিক মিয়ার স্ত্রী।
পুলিশ কর্মকর্তা সামছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে পুলিশের একটি টিম সদর থানাধীন পূর্ব বিলাসপুর এলাকায় স্থানীয় আকবরের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাসার খাটের নিচ থেকে একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন এবং ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মালাকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন