রাঙামাটিতে উন্নয়ন কাজের নামে চার প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে পার্বত্য জেলা পরিষদের সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বরকল উপজেলার এসব প্রকল্পের অর্থ আত্মসাতে অভিযুক্তদের মধ্যে জেলা পরিষদের সদস্য ছাড়াও নির্বাহী প্রকৌশলী, সাবেক নির্বাহী প্রকৌশলী, দুজন সহকারী প্রকৌশলী, একজন ইউপি চেয়ারম্যানসহ তিন ঠিকাদার রয়েছেন। গত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জাহিদ কামাল। তিনি আরও জানান, রাঙামাটির দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ফরহাদ হোসেন এসব মামলা করেন। অভিযুক্তরা হলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, সহকারী প্রকৌশলী জ্যোর্তিময় চাকমা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, ঠিকাদার প্রো. মেসার্স সমৃদ্ধি এন্টারপ্রাইজ মিলন তালুকদার, সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, ঠিকাদার মেসার্স নাংচিং এন্টারপ্রাইজ চিংহেন রাখাইন ও জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমার, ঠিকাদার অমলেন্দু চাকমা এবং ৪ নম্বর ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনের নামে মামলা করা হয়। রাঙামাটির দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জাহিদ কামাল বলেন, এজাহার পেয়েছি। এজাহার মূলে আবারও তদন্ত করা হবে। তদন্তে প্রমাণিত হলে আদালতে চার্জশিট দাখিল করা হবে।
মন্তব্য করুন