কালবেলা প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়ার স্বাস্থ্যের ফের অবনতি

জরুরি অক্সিজেন সাপোর্টের জন্য এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। পরে দুপুর আড়াইটার দিকে তাকে আবার কেবিনে স্থানান্তর করা হয়। বিকেলে তার সিটিস্ক্যান, আল্ট্রাসনোগ্রাম, ইসিজিসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য এ তথ্য জানিয়ে বলেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার আবারও বাড়ছে। অবস্থার অবনতি হওয়ায় ঘন ঘন নেওয়া হচ্ছে সিসিইউতে। আবার কাজ শেষে কেবিনে আনা হচ্ছে। এখন লিভার প্রতিস্থাপন ছাড়া কোনো চিকিৎসা নেই, আর তা দেশে সম্ভব নয়।

এ চিকিৎসক আরও বলেন, সিসিইউতে তার ফুসফুস থেকে পানি বের করা হয়েছে। লিভার সিরোসিসের কারণে ফুসফুসে পানি জমে যাচ্ছে। পরে তা বের করা হচ্ছে। শরীরে জ্বরও আছে। ইলেক্ট্রোরাইল ইমব্যালেন্স হওয়ায় শরীরে দুর্বলতা রয়েছে। স্যুপ ও তরল জাতীয় খাবার ছাড়া তিনি তেমন কিছু খেতে পারছেন না। সারাক্ষণ থাকতে হচ্ছে ইনজেকশন ও স্যালাইনের ওপর। বোর্ড সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে স্বাস্থ্যের অবনতি হওয়ায় গত রোববার গভীর রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার সকালে তাকে সিসিইউ থেকে আবার কেবিনে স্থানান্তর করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন ম্যাডামের লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে। সেজন্য তাকে দ্রুত বিদেশে উন্নত মাল্টি ডিসিপ্লিনারি সেন্টারে পাঠানো দরকার।

প্রসঙ্গত, দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে আছেন খালেদা জিয়া। গত ৯ আগস্ট শারীরিক নানা জটিলতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদরোগ, লিভার জটিলতায় ভুগছেন। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছে।

দ্রুত বিদেশে পাঠানোর দাবি ফখরুলের: এদিকে খালেদা জিয়ার অবস্থা সংকটজনক জানিয়ে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে একদফা দাবিতে রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির সমাবেশে এ দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আজ যখন তার (খালেদা জিয়া) জীবন-মরণ সমস্যা, তখন তাকে আটকে রাখা হয়েছে। তিনি শুধু একজন বন্দি নন, এদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক নম্বর নেত্রী। তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, দুইবারের বিরোধীদলীয় নেত্রী। এখনো কারাগারে থেকেও এ অসুস্থ অবস্থায় এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এ নেত্রীকে আজ তারা বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই—খালেদা জিয়ার যদি সুচিকিৎসা না হয়, তাকে যদি বিদেশে পাঠানো না হয় চিকিৎসার জন্য, তাহলে তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যেতে পারে।

ফখরুল বলেন, সব বন্দিকে চিকিৎসা দিতে হবে এবং চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয়, তাকে বিদেশেও পাঠাতে হবে। বারবার তার (খালেদা জিয়া) পরিবার থেকে, তার ডাক্তাররা এবং আমাদের দলের পক্ষ থেকে বলেছি, মানবিক কারণে তাকে চিকিৎসার স্বার্থে বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো হোক। এ রকম অনেক নজির আছে। জেএসডির সভাপতি আ স ম আবদুর রবকে পাঠানো হয়েছিল। জিয়াউর রহমান তাকে জার্মানি পাঠিয়েছিলেন কারাগার থেকে। আজকে যিনি জোর করে ক্ষমতা দখল করে আছেন, সেই শেখ হাসিনাকেও কেয়ারটেকার সরকারের সময়ে চিকিৎসার জন্য আমেরিকায় পাঠানো হয়েছিল। আমরা সেই কথা ভুলে যাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ-বাটোয়ারার নির্বাচন করতে দিবে না জনগণ : রিজভী

দক্ষিণ আফ্রিকায় অর্থ পাচারে ৫ বাংলাদেশির নাম

স্বামীর খোঁজে বাংলাদেশে ভারতীয় তরুণী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : শামীম ওসমানকে শোকজ

ইসির সিদ্ধান্তে আওয়ামী লীগের আস্থা আছে : ওবায়দুল কাদের

ফার্মগেটে জোড়া ককটেল বিস্ফোরণ

মায়ের হত্যার বিচার করতে, বিপাশা হতে চায় পুলিশ

বিশিষ্টজনদের মতামত / গণতন্ত্র রক্ষায় নির্বাচনের বিকল্প নেই

ভার্চুয়াল বৈঠক / ইইউকে নির্বাচন বয়কটের কারণ জানাল বিএনপি 

ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

১০

যে কারণে যুদ্ধবিরতির আলোচনা শেষ করে দিল ইসরায়েল

১১

‘নতুন শিক্ষাক্রম প্রণয়নের নামে প্রজন্ম ধ্বংসের নীলনকশা করেছে সরকার’

১২

ভূমিকম্প আতঙ্কে দোতলা থেকে লাফ দিয়ে দুই শিক্ষার্থী আহত

১৩

জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর

১৪

ইউএনওর বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর 

১৫

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক

১৬

অলিম্পিকে ৪ ডিসিপ্লিনে আবেদন করবে বাংলাদেশ

১৭

সমমনা জোট থেকে মাইনরিটি জনতা পার্টিকে বহিষ্কার

১৮

আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন যারা

১৯

মোতালেবের সমর্থকদের হুমকি-ধমকি, দুই থানায় জিডি

২০
X