কালবেলা প্রতিবেদক
০২ অক্টোবর ২০২৩, ০২:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ
চ্যালেঞ্জ নিতে চায় ইসি

আগের দুই নির্বাচন নিয়ে বিতর্কের ‘চাপে’ সিইসি

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্ক থাকায় বর্তমান নির্বাচন কমিশনের ওপর তার চাপ পড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করে তিনি বলেন, তা সত্ত্বেও বর্তমান নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ নিতে চায়।

সিইসির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন কমিশনকে এ ধরনের চাপ থেকে মুক্ত রাখতে প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে ইসির পক্ষে চাপমুক্ত থেকে দায়িত্ব পালন করা কঠিন।

বিগত দুটি জাতীয় নির্বাচন নিয়ে বিতর্কের কারণে বর্তমান কমিশনের ওপর তৈরি হওয়া চাপ থেকে উত্তরণের পথ সম্পর্কে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার কালবেলাকে বলেন, ‘দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত সর্বশেষ দুটি নির্বাচনের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। দেশ-বিদেশে এসব নির্বাচন নিয়ে নানা বিতর্ক রয়ে গেছে। বিরোধী রাজনৈতিক দলগুলো সন্দেহ ও অবিশ্বাস থেকে বের হতে পারছে না। আস্থার সেই সংকটের চাপ নির্বাচন কমিশনের ওপরও পড়েছে। সেজন্য ইসির চাপ উত্তরণের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত আগে প্রয়োজন। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা দরকার। নির্বাচনকালীন একটি নির্দলীয় সরকারের ব্যাপারে ঐকমত্য হলে ইসির ওপরও আর চাপ থাকবে না।’

দ্বাদশ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আগের দুটি নির্বাচনের বিতর্কের চাপ আমাদের ওপর এসে পড়েছে। আমরা আগামীতে যে নির্বাচন করতে যাচ্ছি সেটার বিশেষ দিক হচ্ছে, অভিযোগের মাত্রা অতিরিক্ত। নির্বাচন নিয়ে যে সংকট, সেটি হলো আস্থার সংকট। তাই আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে চাই।’

সিইসি আরও বলেন, ‘বলা হচ্ছে ইসির ওপর আস্থা নেই, সরকারের ওপর আস্থা নেই। আগামীতে যে নির্বাচন করব তাতে যেন আস্থার সংকট তৈরি না হয়, সেজন্য দায়িত্ব পালনে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন নিয়ে সমালোচনা-বিতর্ক থাকতে পারে। অতীতে, এমনকি ব্রিটিশ আমলেও নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে।’

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘ক্রেডিবল (গ্রহণযোগ্য) বলে একটা শব্দ আছে। এই শব্দটা শুধু আমাদের দেশের আইনে নয়, সব দেশের আইনে এবং আন্তর্জাতিক যে আইসিসিপিআর আছে ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস, সেখানেও ডেমোক্রেসির ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়েছে; নির্বাচনগুলোকে ক্রেডিবল হতে হবে। ক্রেডিবল তখনই হবে, যখন আমরা আমাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে স্বচ্ছতা প্রতিপাদিত করতে পারব।’

সিইসি বলেন, ‘আমরা যারা নির্বাচন পরিচালনা করব, নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে আপনারা যারা আছেন, আরপিও অনুযায়ী দায়িত্বটা ভালোভাবে নেবেন। কোনো প্রশ্নের উদ্রেক হলে, কথা বলে নিশ্চিত হয়ে নেবেন। দায়িত্বটা কঠোরভাবে প্রতিপালন করতে হবে। ইসি থেকেও বিভিন্ন মাধ্যমে আপনাদের কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করব।’

তিনি বলেন, ‘এখন অনেক অপপ্রচার হয়, যেটাকে মিস ইনফরমেশন বলে। সঙ্গে সঙ্গে অনেক কিছু বানিয়ে প্রচার করা হতে পারে। সেগুলো কিন্তু কঠোরভাবে প্রতিরোধ করা হবে, যাতে নির্বাচনে ঋণাত্মক প্রভাব না পড়ে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএলের জন্য পেছাবে লঙ্কান সিরিজ

নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণ শুরু ১৭ ডিসেম্বর

পেঁয়াজের বিকল্প কী হতে পারে?

হত্যা মামলার আসামিদের জামিন, বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন

এক ট্রেনেই টিকিটবিহীন যাত্রী ২০০!

অবরোধ সফলে ঝিনাইদহে বিএনপির মশাল মিছিল

মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শিক্ষার্থীর

ছাত্রলীগ নেতার ঘুষিতে স্কুলছাত্র নিহতের অভিযোগ

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

১০

বিয়ে সেরে ফেরার পথেই প্রাণ গেল নবদম্পতির!

১১

ফরিদপুরে দুই এমপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

১২

‘আমার সঙ্গে যারা খারাপ করবে, তারা পৃথিবী থেকে নাই হয়ে যাবে’

১৩

দ্বিতীয় দিনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন যারা

১৪

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে সেটি হবে রাজনৈতিক : বিকেএমইএ’র সভাপতি

১৫

ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘে বসছে বিশেষ অধিবেশন

১৬

গভীর রাতে ম্যাগনেট পিলার খুঁজতে গিয়ে আটক ৫

১৭

একীভূত হচ্ছে দেশের ৯৪৪ প্রাথমিক বিদ্যালয়

১৮

সাতক্ষীরায় পেঁয়াজ মজুতের দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৯

সোনালী ব্যাংকে অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যারবিষয়ক কর্মশালা

২০
X