আব্দুল্লাহ আল জোবায়ের
১০ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
৪০তম বিসিএস

অপেক্ষার অবসান হচ্ছে নন-ক্যাডার প্রার্থীদের

৪০তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের অপেক্ষার অবসান হচ্ছে। বিধিমালা সংশোধনের জন্য এত দিন ঝুলে ছিলেন চাকরিপ্রত্যাশীরা। সেই বিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচাই-বাছাই শেষে অনুমোদন দিয়েছেন। বিধিটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে। যে কোনো সময় গেজেট আকারে পাস হবে।

জানতে চাইলে গতকাল শুক্রবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্উদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, বিধি অনুমোদন হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছে। আমরা আর অপেক্ষা করব না। দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশ হবে।

জানা যায়, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০১৯ সালের ৩ মে ওই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং এর প্রায় দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২০২০ সালের মার্চ মাসে হয় লিখিত পরীক্ষা। এর পরই করোনাভাইরাসের থাবা পড়ে। ১০ মাস পর ২০২১ সালের ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। ওই বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মৌখিক পরীক্ষা। এরপর আবারও করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়। ফলে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। এরপর সুবিধাজনক সময়ে মৌখিক পরীক্ষা শেষ করা হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে দীর্ঘ সাড়ে তিন বছর পর গত বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করা হয় এবং যারা পদস্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশ পাননি—এ রকম ৮ হাজার ১৬৬ জনকে নন-ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের জন্য অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। নন-ক্যাডারে আবেদন করার শেষ সময় ছিল গত বছরের ১৬ জুন। কিন্তু এর পরই দেখা দেয় নতুন সমস্যা।

পূর্ববর্তী বিসিএসগুলোতে নন-ক্যাডার থেকে যেভাবে নিয়োগ চলে আসছিল, হঠাৎ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সে সিদ্ধান্ত থেকে সরে আসে। তারা আগের বিধি অনুযায়ী পদসংখ্যা উল্লেখপূর্বক ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া ও ৪০তম বিসিএসে নন-ক্যাডার নিয়োগ দিতে চায়। বিজ্ঞপ্তি দিয়ে প্রিলি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর পিএসসি হঠাৎ করেই বিধি অনুসরণের প্রসঙ্গ আনায় ক্ষিপ্ত হন চাকরিপ্রত্যাশীরা। ৪০তম বিসিএসে আগের নিয়মে এবং ৪৫তম বিসিএস থেকে নতুন নিয়মে বিজ্ঞপ্তি ও নিয়োগের দাবি জানান তারা। এ দাবিতে পিএসসির সামনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও লাগাতার অবস্থান করেন নন-ক্যাডার প্রার্থীরা। তখন একটি বিশেষ বিধি (২০১০ সালের মূল ও ২০১৪ সালের সংশোধিত) গেজেট আকারে প্রকাশের জন্য এক দীর্ঘসূত্রতার জালে ৪০তম নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের আটকে দেওয়া হয়।

‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০১০’-এর ৪ (১) নম্বর ধারায় বলা হয়েছে—কমিশন বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদে নিয়োগের বিষয়ে কমিশনে সংশ্লিষ্ট পদের অনুরোধপত্র প্রাপ্তির তারিখের ক্রমানুসারে নন-ক্যাডার পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ করিবে। পরবর্তী ধারায় বলা হয়েছে, উপ-বিধি (১)-এ যাহা কিছুই থাকুক না কেন, ২৮তম, ২৯তম এবং ৩০তম বিসিএস পরীক্ষার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ না থাকা সত্ত্বেও, ওই পরীক্ষা তিনটিতে অংশগ্রহণকৃত প্রার্থীগণের ক্ষেত্রে, সরকার কর্তৃক নন-ক্যাডার পদের সুনির্দিষ্ট বিবরণ ও সংখ্যা উল্লেখক্রমে কমিশনকে অনুরোধ করা সাপেক্ষে এই বিধিমালার অধীন প্রদত্ত সুবিধাদি প্রযোজ্য হইবে।

নন-ক্যাডার নিয়োগ বিশেষ বিধিমালা-২০১০-এর আলোকে বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদসংখ্যা উল্লেখ না থাকায় নন-ক্যাডার সংশোধিত বিধিমালা ২০১৪তে ২৮-৩৪তম বিসিএসের বৈধতা দেওয়া হয়।

২০১৪ সালের সংশোধিত বিধিমালায় বলা রয়েছে, উপ-বিধি (২) এর ‘২৮তম, ২৯তম এবং ৩০তম বিসিএস পরীক্ষার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ না থাকা সত্ত্বেও ওই পরীক্ষা তিনটিতে’ সংখ্যাগুলি, কমা ও শব্দগুলির পরিবর্তে ‘২৮তম, ২৯তম, ৩০তম, ৩৩তম এবং ৩৪তম বিসিএস পরীক্ষার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ না থাকা সত্ত্বেও, ওই পরীক্ষা পাঁচটিতে’ সংখ্যাগুলি, কমাগুলি ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

একইভাবে ৩৫-৪৪তম বিসিএসের বৈধতা দেওয়ার জন্য সংশোধিত বিধিমালার কার্যক্রম হাতে নেওয়া হয়। চলতি বছরের শুরুতে নতুন এ বিধিটি সচিব কমিটিতে অনুমোদন লাভ করে। গত বুধবার সেই বিধি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসে। বিধিটি এখন আইন মন্ত্রনালয়ে গিয়ে স্ট্যাচুটোরি রেগুলেটরি অর্ডার (এসআরও) হয়ে আবার জনপ্রশাসনে ফেরত আসবে। জনপ্রশাসন থেকে আবার বিজি প্রেসে গিয়ে বিধিটি গেজেট আকারে প্রকাশিত হবে। এই কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যেই হতে পারে। এই সপ্তাহেই সেটি গেজেট আকারে প্রকাশ হতে পারে।

পরিসংখ্যান থেকে জানা যায়, ৩৪তম বিসিএসে মোট নন-ক্যাডার প্রার্থী ছিলেন ৬ হাজার ৫৮৪ জন। এর মধ্যে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১ হাজার ৮০২ জন। ৩৫তম বিসিএসে মোট নন-ক্যাডার প্রার্থী ছিলেন ৩ হাজার ৩৫৯ জন। এর মধ্যে সুপারিশপ্রাপ্ত ২ হাজার ১৪৪ জন। ৩৬তম বিসিএসে মোট নন-ক্যাডার প্রার্থী ছিলেন ৩ হাজার ৩০৮ জন। এর মধ্যে সুপারিশপ্রাপ্ত হন ১ হাজার ২৬১ জন। ৩৭তম বিসিএসে মোট নন-ক্যাডার প্রার্থী ছিলেন ৩ হাজার ৪৫৪ জন, এর মধ্যে সুপারিশপ্রাপ্ত হন ১ হাজার ৭২৪ জন। ৩৮তম বিসিএসে মোট নন-ক্যাডার প্রার্থী ছিলেন ৬ হাজার ১৭৩ জন, এর মধ্যে সুপারিশপ্রাপ্ত হন ৩ হাজার ৩০২ জন। ৪০তম বিসিএসে নন-ক্যাডার প্রার্থী রয়েছেন ৮ হাজার ১৬৬ জন। এর মধ্যে ৪ হাজারের বেশি প্রার্থীকে সুপারিশ করা হবে বলে জানা গেছে।

এদিকে, বিধি পাস হয়ে আসায় দারুণ খুশি চাকরিপ্রত্যাশীরা। এ বিষয়ে চাকরিপ্রত্যাশী মাসুদ সজীব উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এটি আমাদের সবার জন্য অত্যন্ত খুশির সংবাদ। এই বিধির কারণে দীর্ঘদিন ধরে নন-ক্যাডার নিয়োগ আটকে ছিল। ফলে চাকরিপ্রত্যাশীদের মনে একটা শঙ্কা তৈরি হয়েছিল। এই বিধি তৈরির ফলে সেটি কেটে যাবে।

সার্বিক বিষয়ে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন কালবেলাকে বলেন, নন-ক্যাডার নিয়োগের বিষয়টিকে অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেছে। বাজে বাজে কথা বলে বিষয়টিকে উসকে দিয়েছে। এখন তো প্রমাণ হলো, বিধি সংশোধন অপরিহার্য ছিল। গেজেট হয়ে গেলে দ্রুতই নন-ক্যাডার নিয়োগের ফল প্রকাশ হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, আমরা আগ থেকেই ফল প্রকাশে প্রস্তুত আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে

বুধবার ঢাকার যেসব এলাকায় যাবেন না

রাশিফল অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি

নাশকতা ঠেকাতে কুলাউড়া রেলস্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা

ময়মনসিংহে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

শোকজ করায় আনন্দিত শামীম ওসমান

ট্রেনে কাটা পড়ে দুই বৃদ্ধ নিহত

শরিকদের সঙ্গে আজ বসবেন শেখ হাসিনা

হাঁসে ধান খাওয়ায় পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

১০

মানিকগঞ্জ-২ আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল

১১

এমপি হতে চেয়ারম্যানের পদত্যাগ, বাছাইয়ে বাতিল হলো মনোনয়ন

১২

স্বাধীনতা কাপের সেমিতে আবাহনী-রহমতগঞ্জ

১৩

টটেনহামের কাছেও পয়েন্ট খোয়ালো ম্যানসিটি

১৪

ভোলায় বিএনপির মশাল মিছিল

১৫

লালমনিরহাট-২ আসনে বাদ পড়লেন ৪ প্রার্থী

১৬

টাঙ্গাইলে বিএনপির মশাল মিছিল

১৭

"টেকসই করপোরেট ও জবাবদিহিতা অনুশীলন" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৮

সিরাজগঞ্জ -৩ আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

১৯

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X