পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার মধ্যে অবস্থিত একটি বিশেষ সামুদ্রিক অঞ্চল ‘কৃষ্ণসাগর’। এ সাগর পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়া অঞ্চলকে পৃথক করেছে। কৃষ্ণসাগরের তীরবর্তী দেশগুলো হলো—বুলগেরিয়া, রোমানিয়া, জর্জিয়া, রাশিয়া, তুরস্ক ও ইউক্রেন। এই সাগরটি বহু পথ পাড়ি দিয়ে একাধিক প্রণালি এবং সাগরের মাধ্যমে প্রবাহিত হয়ে অবশেষে আটলান্টিক মহাসাগরের সঙ্গে মিশেছে। কৃষ্ণসাগরের আয়তন ৪ লাখ ৩৬ হাজার ৪০০ বর্গ কিলোমিটার। সাগরটির গড় গভীরতা প্রায় ৪ হাজার ১১১ ফুট এবং সর্বোচ্চ গভীরতা ৭ হাজার ২৫০ ফুট। অতীতে বিভিন্ন সময়ে এ সাগরকে বিভিন্ন নামে ডাকা হতো। এক সময় এর নাম ছিল ‘আতিথেয়তাশূন্য সাগর’। কারণ, তখন এর তীরে বসবাসকারী বিভিন্ন বর্বর মানুষ সাগরে চলাচলকারী জাহাজে আক্রমণ চালাত। পরবর্তী সময়ে গ্রিকরা এই সমুদ্রতীরবর্তী অঞ্চল বিজয় করার পর এর নাম দেয় ‘আতিথেয়তাপূর্ণ সাগর’। তবে ধারণা করা হয়, বর্তমানে প্রচলিত নামটি এসেছে মধ্যযুগের অটোমান সাম্রাজ্যের আমলে। তুরস্কের লোকেরা এই সাগরটিকে ‘বাহর ই সিয়াহ্’ অথবা ‘কারাডেনিজ’ নামে ডাকত, যার অর্থ ‘কৃষ্ণসাগর’। অতীতে শীতকালে এই সাগরে সামুদ্রিক ঝড় উঠলে সাগরের পানি অত্যন্ত কালো দেখাত। তখন নাবিকরা সাগরটির এমন নামকরণ করেন।
মন্তব্য করুন