জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ কোনো কার্যকর সংস্থা নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনে হামলার বিষয়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। সংস্থাটির পুনর্গঠন করা প্রয়োজন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ কোনোটিই কার্যকরী নয়। তাদের সংস্কার প্রয়োজন। বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতে আমাদের অগ্রাধিকারমূলক নীতি প্রয়োজন। এ লক্ষ্যে প্রয়োজনীয় ভূমিকা রাখার জন্য বর্তমান আন্তর্জাতিক সংস্থাগুলো কার্যকর নয়। আমাদের নতুন কিছু ভাবতে হবে। এমন কিছু যা সত্যিকার অর্থে দখলদারিত্ব থামাতে পারে। আমাদের এমন এক বৈশ্বিক সংস্থা দরকার যেটি বিশ্বের যে কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে পারে।
যুদ্ধের মতো ভয়ংকর খেলা যাতে কেউ শুরু করতে না পারে সে ব্যবস্থা নিতে পারে।
মন্তব্য করুন