১) ভারত জাতিসংঘের শুরু থেকে এর সদস্য হিসেবে কাজ করছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার অধিকারী দেশটি। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক এ দেশটি থেকে সবচেয়ে বেশি সদস্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে। দেশটি বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের জোট জি-২০-এর একটি গুরুত্বপূর্ণ সদস্য। আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে দেশটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
২) ব্রাজিল লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ। এ ছাড়া বিশ্বের পঞ্চম বৃহত্তম জনসংখ্যা রয়েছে দেশটিতে। ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় শিল্পপ্রধান দেশ। দেশটি রাসায়নিক, ইস্পাত, গাড়ি ও বিমান উৎপাদন করে।
৩) জার্মানি জাতিসংঘের তৃতীয় বৃহত্তম অর্থদাতা দেশ। জাতিসংঘের বিভিন্ন শান্তি মিশনে অন্যতম বৃহৎ সৈন্য সরবরাহকারী এবং অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পপ্রধান দেশ।
৪) জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি ও তৃতীয় বিশ্বের দেশগুলোকে সবচেয়ে বেশি আর্থিক সহায়তা প্রদানকারী দেশ। জাতিসংঘের অন্যতম বৃহত্তম চাঁদা প্রদানকারী দেশও জাপান। জাপান আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এ চার দেশ ছাড়াও আফ্রিকা মহাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা স্থায়ী সদস্য পদে অন্যতম দাবিদার। দেশটির অর্থনীতি এ মহাদেশের সবচেয়ে বড়।
মন্তব্য করুন