পাবলো নেরুদা চিলীয় কবি-কূটনীতিক ও রাজনীতিবিদ। তিনি ১৯০৪ সালের ১২ জুলাই চিলির লিনারেস প্রদেশের অন্তর্গত পারালে জন্মগ্রহণ করেন। নেরুদা মাত্র ১৩ বছর বয়সে কবি হিসেবে পরিচিতি লাভ করেন। বিভিন্ন ধরনের কবিতা লিখতে শুরু করেন। এর মধ্যে পরাবাস্তববাদী কবিতা, ঐতিহাসিক মহাকাব্য, প্রকাশ্য রাজনৈতিক ইশতেহার, গদ্য আত্মজীবনী অন্যতম। তিনি ১৯৭১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। নেরুদা তার জীবদ্দশায় বিভিন্ন দেশে বহু কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। নিয়োজিত ছিলেন চিলীয় সাম্যবাদী দলের সিনেটর হিসেবে। প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল ভিদেলা যখন চিলিতে ১৯৪৮ সালে সাম্যবাদী বন্ধের ডাক দিয়ে নেরুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, তখন বন্ধুরা তাকে ভালপারাইসোর বন্দর শহরে একটি ঘরের ভেতর লুকিয়ে রাখেন। সেখান থেকে নেরুদা আর্জেন্টিনায় পালিয়ে যান। বছর কয়েক পর নেরুদা চিলির সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট সালভাদর আলেন্দের সাহচর্যে আসেন। নেরুদা নোবেল পুরস্কার গ্রহণের পর চিলিতে ফিরে আসেন। অগাস্টো পিনোশের শাসনামলে নেরুদা ১৯৭৩ সালের সেপ্টেম্বর মাসে ক্যান্সারে আক্রান্ত হন। তার মনে হয়েছিল, কোনো এক ডাক্তার পিনোশের আদেশে তাকে ইনজেকশনের মাধ্যমে হত্যা করার পরিকল্পনা করেছেন। নেরুদা ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর তার নিজ বাড়িতেই মারা যান। অনেকে মনে করেন, তাকে হত্যা করা হয়েছে। কিংবদন্তি নেরুদার মৃত্যুতে বিশ্বে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়।
মন্তব্য করুন