সাপের কামড়ে প্রতিবছরই অনেক মানুষ মারা যায়। বিশেষজ্ঞদের মতে, সাপের কামড়ে অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর মূল কারণ সচেতনতার অভাব। সাপ হাতে বা পায়ে কামড়ালে আমরা সাধারণত আক্রান্ত অংশের ওপরে রশি বা গামছা দিয়ে টাইট করে বেঁধে রাখি। এটা একেবারেই ভুল ধারণা। এমন ভুলের কারণেই মূলত অনেক মানুষ মারা গেছে। ২০২০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে বর্ষা মৌসুমে প্রতিবছর অন্তত ৫ লাখ ৮০ হাজার মানুষ সাপের কামড়ের শিকার হয়। আর সাপের কামড়ে অন্তত ছয় হাজার মানুষ মারা যায়। প্রতিবছর বন্যার সময় অর্থাৎ মে, জুন ও জুলাই—এ তিন মাস সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বাড়ে। সাপে কামড়ালে অতিরিক্ত ভয় বা চিন্তার তেমন প্রয়োজন নেই; বরং দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, সাপে কাটা রোগীকে কোনোভাবেই বাড়িতে রাখা যাবে না।
মো. আল-আমিন আহমেদ, শিক্ষার্থী
মৌলভীবাজার সরকারি কলেজ
মন্তব্য করুন