সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজার কালীমন্দির থেকে সিরাজগঞ্জ সদর বাগবাটি ইউনিয়নের চরইসলামপুর ইছামতী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রাস্তাটি পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন অত্র স্কুলের কোমলমতি শিক্ষার্থীসহ শত শত মানুষ যাতায়াত করছে। এ ছাড়া এই স্কুলের পাশেই গড়ে উঠেছে একটি শৌখিন বন্ধুপার্ক। এ বন্ধুপার্ক দেখতে প্রতিদিনই কাদা পানি মাড়িয়ে যাতায়াত করছে অনেকেই। রাস্তাটি বেশ সরু আবার বৃষ্টির কারণে সড়কের মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্তের। ফলে হেঁটেও চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। এ অবস্থায় অন্ততপক্ষে রাস্তাটি পাকা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মো. মোকাদ্দেস হোসাইন সোহান
গ্রামপাঙ্গাসী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
মন্তব্য করুন