পৃথিবী কি ফুরিয়ে যাচ্ছে! শেষ হয়ে আসছে কি তার বস্তু-নির্বস্তুর আয়ু! অন্তত আমাদের ভাবনায় সেই অন্তিমের কল্পনা এসে বারবার আছড়ে পড়ছে নানাভাবে। কি বিজ্ঞানে, কি শিল্পে, কি জীবনের যাপনবাস্তবতায়। তারই প্রতিচ্ছবি ভেসে উঠছে আমাদের নানা কাজে। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে চলমান শিল্পী সৈয়দ মোহাম্মদ জাকিরের একক শিল্প প্রদর্শনীতে ক্রমাগত সেই সুরই যেন বেজে চলেছে। এখানে শিল্পী তার বহুমাত্রিক স্থাপনাশিল্পে ‘নানাভাবে প্রকৃতি-গতি পর্যবেক্ষণ ও তার সামঞ্জস্য অনুসন্ধান’ করছেন যেন।
গ্যালারিতে স্থান পাওয়া বিচিত্র স্থাপনাশিল্পগুলোর মাধ্যমও বিচিত্র। আমাদের নিত্যব্যবহার্য পরিত্যক্ত জিনিসপত্র থেকে শুরু করে প্রকৃতি থেকে পাওয়া অবশিষ্টাংশ—এসবই এখানে উপাদান। কুড়িয়ে পাওয়া সহজলভ্য বস্তুগুলোকেই উপস্থাপনার উপাদান হিসেবে ব্যবহার করেছেন শিল্পী সৈয়দ মোহাম্মদ জাকির তার এই ‘মায়া’ শিরোনামের শিল্প প্রদর্শনীতে।
শিল্পী বলেন, ‘এই প্রদর্শনী আমার সমসাময়িক চিন্তা, পর্যবেক্ষণ, দীর্ঘদিনের শিল্পচর্চা ও শিল্পভাবনার কিছু বিষয়ের দৃশ্যরূপ। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে করা কাজ ও কাজের বিষয়, ফর্ম ও চিন্তার সূত্র মূলত প্রকৃতি, মানুষ, দৈনন্দিন যাপিত জীবন, আশপাশের নানাবিধ বস্তু, প্রতিচ্ছবি ও গল্প থেকে পাওয়া অনুপ্রেরণা। প্রকৃতি-গতি, মহাজাগতিক মহাযাত্রা, সময় ও স্পেসের রহস্য থেকে উদ্ভূত জিজ্ঞাসা ও এসবের সঙ্গে মানুষের আন্তঃসংযোগ বিষয়ে অনুসন্ধান ও ভাবনা আমার কাজের অনেকটা জুড়ে।
আমার উপস্থাপনায় কিছু ত্রিমাত্রিক বস্তু বা অবজেক্ট, কিছু আকার, উপাদান, আঙ্গিক আছে, যার অধিকাংশ উপাদান হঠাৎ খুঁজে পাওয়া, পরিত্যক্ত জিনিসপত্র এবং নগরের দৈনন্দিন প্লাস্টিক বর্জ্য থেকে এসেছে। উপড়ে ফেলা গাছের শিকড় বা কেটে ফেলা ডাল আমি সংগ্রহ করেছি এবং এসব উপাদান ও বস্তুকে নিজের মতো করে রূপান্তর ঘটিয়েছি। এখানে পৃথিবীর ক্রমশ নিঃশেষ হয়ে যাওয়া সম্পর্কিত সংকেত আছে।
আমি সময়ের মাত্রাকে এড়িয়ে কিছু দৃশ্যকল্পের অবতারণার চেষ্টা করেছি। গুরুত্বহীন বস্তুকে গুরুত্ব দিয়েছি, পরিচিত ফর্মকে অপরিচিত আঙ্গিকে উপস্থাপন করেছি।’
গত ২২ জুলাই শুরু হওয়া এ প্রদর্শনীটি চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। রোববার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
মন্তব্য করুন