হামিদুজ্জামান খান—যিনি ভাস্কর হিসেবেই অধিক সমাদৃত, কিন্তু হাতুড়ি-বাটালের পাশাপাশি ক্যানভাসে রংতুলিও যে তার সমানতালে ক্রিয়াশীল। তারই অতুলনীয় দৃষ্টান্ত পাওয়া যাবে আজ থেকে উত্তরার গ্যালারি কায়ায় শুরু হওয়া তার একক চিত্রকর্ম প্রদর্শনীতে। ৫০টি জলরঙের কাজ নিয়ে ‘রিভারাইন’ নামের এ প্রদর্শনীর সব ছবিই নদীজীবনের। গ্রামীণ নদী জনপদ, নৌকার পাশাপাশি তাতে স্থান পেয়েছে শহুরে বুড়িগঙ্গার জলজীবন। প্রদর্শনী চলবে ৩ অক্টোবর পর্যন্ত।
মন্তব্য করুন