পূরবী বসু (জন্ম ২১ সেপ্টেম্বর, ১৯৪৯) একজন বাঙালি বিজ্ঞানী ও নারীবাদী গল্পকার, প্রাবন্ধিক, কবি ও ঔপন্যাসিক। তিনি তার রচনায় নারীবাদী ধ্যান-ধারণা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে আলোকপাত করেছেন। কৈশোরে লেখালেখি শুরু করলেও তার প্রথম বই ‘পূরবী বসুর গল্প’ প্রকাশিত হয় ১৯৮৯ সালে। ২০১৩ সালে প্রকাশিত তার গ্রন্থ ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’র প্রবন্ধগুলোতে রয়েছে ১৮টি পুরাণ ও উপপুরাণসহ প্রাচ্যের রূপকথা ও উপকথার নারী চরিত্রের বর্ণনা ও তাদের ঘটনাবলি। পুরুষ ও পুরুষতন্ত্র, মাতৃত্ব ও নারী-পুরুষের সৃষ্টির রহস্য নিয়ে তার গ্রন্থ ‘আমার এ দেহখানি’। তার প্রথম উপন্যাস অবিনাশী যাত্রা ২০১৪ সালে প্রকাশিত হয়। এ উপন্যাসে তিনি একজন নারীর প্রবাসে একাকী বেঁচে থাকার সংগ্রাম তুলে ধরেছেন।
মন্তব্য করুন