স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

এবার জোড়া গোল মেসির

এমএলএস লিগ কাপ

ইন্টার মিয়ামির হয়ে অভিষেক ম্যাচে ফ্রি কিকে গোল করেছিলেন লিওনেল মেসি। এবার লিগ কাপে আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করলেন তিনি। শুধু তাই নয়, সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছেন। মেসির একক নৈপুণ্যে মিয়ামি ৪-০ গোলে ম্যাচটি জিতেছে। আমেরিকার এই প্রতিযোগিতায় মেজর লিগ সকার (এমএলএস) এবং মেক্সিকোর ঘরোয়া প্রতিযোগিতার সব দল খেলে। মেসির অভিষেক ম্যাচে মেক্সিকোর ক্রুজ আজুলকে হারিয়েছিল মিয়ামি। এর ফলে সাউথ ৩ গ্রুপে সবার ওপরে শেষ করে রাউন্ড অফ ৩২-এর যোগ্যতা অর্জন করল মেসির দল।

যুক্তরাষ্ট্রে অভিষেক ম্যাচে রোববার ক্রুজ আজুলের বিপক্ষে শেষ মুহূর্তে ট্রেডমার্ক ফ্রি কিক গোল করে দলকে জিতিয়েছিলেন মেসি। বুধবার লিগস কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে দলকে টানা দ্বিতীয় জয় এনে দিলেন তিনি। গতকালের ম্যাচে মেসির মতোই জোড়া গোল করেন ইন্টার মিয়ামির ফরোয়ার্ড রবার্ট টেলর। মেসি মাত্র ১১৮ মিনিট খেলে ৩ গোল করেন। মঙ্গলবার রাতে মিয়ামির হয়ে প্রথম গোল করতে মেসি সময় নেন মাত্র আট মিনিট। বার্সেলোনার সাবেক সতীর্থ বুসকেটসের পাস পেয়ে আটলান্টার ডিফেন্ডারদের কাটিয়ে গোলকিপারের বাঁদিক দিয়ে গড়ানো শট নিয়েছিলেন। পোস্টে লেগে ফেরার পর তা জালে জড়িয়ে দেন মেসি। ২২ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। বাঁদিকে রবার্ট টেলরকে পাস দিয়েছিলেন। এরপর ফিরতি পাস পেয়ে ডান পায়ের শটে গোল করেন মেসি। ৪৪ মিনিটে এই টেলরকে দিয়েই একটি গোল করিয়েছেন তিনি। মিয়ামির হয়ে শেষ গোল করেন ক্রিস্টোফার ম্যাকভের। মেসিকে ৭৮ মিনিটে কোচ তাতা মার্তিনো তুলে নেন। দর্শকরাও মাঠ ছাড়তে শুরু করেন। এমন দৃশ্য দেখে মিয়ামির কোচ বলেছেন, ‘মেসি যে ধরনের খেলোয়াড়, তাতে এটা হতেই পারে। তবে সমর্থকরা যদি পুরো সময় মাঠে থেকে বাকি খেলোয়াড়দেরও কৃতিত্ব দিত, তাহলে ব্যাপারটা ভালো হতো।’ এর আগে অভিষেক ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। কিন্তু গতকাল তাকে শুরুর একাদশে রাখেন ইন্টার মিয়ামির কোচ জেরার্ডো তাতা মার্টিনো। দ্বিতীয় ম্যাচে মিয়ামির অধিনায়ক হিসেবে মেসির অভিষেক হয়।

ম্যাচে গোল হওয়ার মতো ৩টি পাস দিয়েছেন মেসি। মোট ৫৬টি পাস খেলেছেন, এর মধ্যে ৪৬টি পাসই ছিল নিখুঁত। প্রতিপক্ষের সঙ্গে তিনবার বল দখলের লড়াইয়েও হারেননি। গতকাল জোড়া গোলের মাধ্যমে অফিসিয়াল ম্যাচে ১০০টি ক্লাবের বিপক্ষে গোল করলেন মেসি। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট ‘অপটা হাভিয়ের’ জানিয়েছে, মোট ২৩টি দেশের ১০০টি আলাদা ক্লাবের বিপক্ষে গোল করেছেন তিনি। তাছাড়া অফিসিয়াল ম্যাচে ১১৫টি আলাদা আলাদা ক্লাবের মুখোমুখি হয়ে ১০০টি ক্লাবের বিপক্ষে গোল পেয়েছেন মেসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বিএনপির মানববন্ধন শুরু

রাজধানীর বিভিন্ন জায়গায় জামায়াতের মানববন্ধন

দখল-দূষণে বিলীনের পথে চরঠিকা-চরপাগলা খাল

দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, সব যাত্রী নিহত

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

পাটুরিয়া ও আরিচায় ফেরি চলাচল শুরু

টিভিতে আজকের খেলা (১০ ডিসেম্বর)

গাজায় যুদ্ধ গিয়ে পঙ্গু ২ হাজার ইসরায়েলি সেনা

ভিলার কাছে এবার ধরাশায়ী আর্সেনাল

কারাগারে বসেই আবারও অনশনে যাচ্ছেন নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

১০

বায়ুদূষণের শীর্ষে ঢাকা

১১

গাজায় ছেলের পর ইসরায়েলি মন্ত্রীর ভাগনে নিহত

১২

ভারত থেকে এলো ৭৪৩ টন পেঁয়াজ

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ

১৪

পাটুরিয়া ও আরিচায় ফেরি চলাচল বন্ধ

১৫

আজ বিশ্ব মানবাধিকার দিবস

১৬

১৬ লাখ টাকা বেতনে চাকরি, পাবেন চিকিৎসা ভাতাও

১৭

অনিদ্রা শনাক্ত করবে ই-ক্যাপসুল

১৮

ইন্টার্ন করার সুযোগ দিচ্ছে ওয়ালটন

১৯

এসএসসি পাসেই বঙ্গবন্ধু হাসপাতালে চাকরি

২০
X