ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব গ্রেমিওতে গত বছরেই যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ। ছয় মাস পার হতে না হতেই তিনি ইন্টার মিয়ামিতে যেতে মরিয়া। আগ্রহের একটা কারণ সুয়ারেজের বন্ধু লিওনেল মেসি মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন।
মেসি, সার্জিও বুসকেটস, জর্ডি আলবার সঙ্গে মিয়ামিতে খেলতে চান সুয়ারেজ—এমন খবর দিয়েছে কয়েকটি সংবাদমাধ্যম। যে কারণে গ্রেমিওর সঙ্গে মীমাংসার মাধ্যমে ছয় মাসের বেতনও ছাড়তে রাজি আছেন তিনি। এমনকি চুক্তি বাতিলের জন্য ক্ষতিপূরণ দিতেও রাজি উরুগুয়ের তারকা। গ্রেমিও কোচ রেনাতো গাউচো সুয়ারেজের বর্তমান পরিস্থিতিকে সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘লুইসের সমস্যাটি সমাধানের ক্ষমতা শুধু ক্লাব সভাপতির হাতে। দলের কোচ হিসেবে আমাকে ভালো সাফল্যের দিকে নজর দিতে হবে। ঘটনাটিকে আমার কাছে মেক্সিকান সোপ অপেরার মতো মনে হচ্ছে, যা দ্রুতই শেষ হওয়া উচিত।’
মন্তব্য করুন