দুই উইকেট নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে গিয়েছিল অস্ট্রেলিয়া। ফেরার পর ইংল্যান্ডের বোলিং তাণ্ডবের মুখে পড়েন সফরকারীরা। দ্বিতীয় সেশনেই আরও পাঁচ ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে প্যাট কামিন্সের দল। বড় লিডের আশা ভুলে প্রথম ইনিংসের জবাব দেওয়াই কষ্টসাধ্য হয়ে দাঁড়াল স্টিভেন স্মিথদের জন্য। গতকাল শুক্রবার ওভালে অ্যাশেজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলাকালীন এ প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ১৮৬ রান। প্রথম ইনিংসে এখনো ৯৭ রানে পিছিয়ে তারা। উইকেটে ৪০ রানে অপরাজিত স্মিথের সঙ্গী কামিন্স। দিনের প্রথম ঘণ্টা দারুণভাবে পার করে অস্ট্রেলিয়া। মধ্যাহ্নভোজ বিরতির আগেই মার্নাস লাবুশেনকে হারায় তারা। এক সেশনে মাত্র ৫৪ রান করে অজিরা। দ্বিতীয় সেশনের শুরুতেই থিতু ওপেনার উসমান খাজাকে দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন স্টুয়ার্ড ব্রড। নতুন ব্যাটার ট্রাভিস হেডকে ফেরান তিনি। এরপর বড় জুটি গড়তে ব্যর্থ হয় অজিরা।
মন্তব্য করুন