আরও দুদিন স্বস্তির বার্তা দিচ্ছে না ঢাকার আবহাওয়া। থেমে থেমে বৃষ্টির শঙ্কা থেকেই আজ আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মুষলধারে নেমে আসা বৃষ্টিতে ভেস্তে গেছে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচেও একই রকম কিছু হোক, চাইবে না বাংলাদেশ। আজ দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে এগিয়ে থাকতে চাইবে লিটন দাসের দল। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গতকাল বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টিম হোটেলের ভেতর জিম ও সুইমিংয়ে সীমাবদ্ধ ছিল দলীয় কার্যক্রম। ১১৩ মিলিমিটার বৃষ্টিতে মিরপুর স্টেডিয়ামে যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, তাতে অনুশীলন করার মতো পরিস্থিতিও ছিল না। আজ আকাশে সূর্য না দেখা গেলে পরিত্যক্ত হতে পারে দ্বিতীয় ম্যাচটিও। যদিও তেমনটি চাইবে না বাংলাদেশ বা নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বোলিংয়ে মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শেখ মেহেদী ও মাহমুদউল্লাহ রিয়াদদের দেখার একটা সুযোগ এ সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশের করা ৩৩ ওভারে সন্তুষ্ট হয়েছে টিম ম্যানেজমেন্ট। ম্যাচের পর জাতীয় দলের সহকারী কোচ ও এই সিরিজের প্রধান কোচ নিক পোথাসের কণ্ঠেই ঝরেছে সে প্রাপ্তি, ‘নাসুম সাদা বলে মানসম্পন্ন বোলার। এশিয়া কাপে দেখেছি, এখানেও দেখেছি। সে কন্ডিশনের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে, উইকেট পড়েছে ভালোভাবে। গতি ও লাইন উপযুক্ত ছিল তার। প্রতি ম্যাচেই আত্মবিশাস ও অভিজ্ঞতা বাড়ছে তার। সে খুব দ্রুত শিখতে পারে, আমরা তাকে নিয়ে খুশি।’ মুস্তাফিজের ছন্দে ফেরাটা যে কতটা স্বস্তির সেটাও প্রকাশ করেন পোথাস, ‘দারুণ ব্যাপার এটি। ফিজ (মোস্তাফিজ) মাসখানেক ধরেই খেটে যাচ্ছে, নতুন বলে ছন্দ ফিরে পেতে। অ্যালান ডোনাল্ডের (বাংলাদেশের পেস বোলিং কোচ) সঙ্গে কঠোর পরিশ্রম করেছে। সেগুলোর ফসলই দেখতে পাচ্ছেন।’ বোলিংয়ে স্বস্তি মিললেও ব্যাটিংয়ে থেকে গেছে অস্বস্তিই। কেননা, ব্যাটারদের দেখারই সুযোগ দেয়নি বেরসিক বৃষ্টি।
মাহমুদউল্লাহ, সৌম্য সরকারদের বিশ্বকাপে নেওয়ার ব্যাপারে এখনো আশাবাদী বোর্ড। কিন্তু তার জন্য মাঠে পারফর্ম করতে হবে অভিজ্ঞ এ ক্রিকেটারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে সেজন্যই তাদের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট। বৃষ্টিতে এভাবে ম্যাচ ভেস্তে না গেলে দুজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সহজ হবে তাদের। একই সঙ্গে চোট কাটিয়ে মাঠে ফেরা তামিম ইকবালের জন্যও গুরুত্বপূর্ণ এ সিরিজ। বিশ্বকাপ দলে থাকলেও প্রস্তুতির অংশ হিসেবে কিউইদের বিপক্ষে খেলতে চান তিনি। সে কারণেই এ সিরিজটি কোনোভাবে বৃষ্টিতে ভেস্তে না যাক, এমনটাই চাইবে স্বাগতিকরা। তবে আবহাওয়ার খবর দিচ্ছে না, সেরকম কোনো স্বস্তির বার্তা। গত রাতে এই ম্যাচের জন্য হাসান মাহমুদকে দলে ডাকা হয়।
মন্তব্য করুন