ক্রীড়া প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ এএম
প্রিন্ট সংস্করণ

নাসিরকে বাদ দিল বিসিবি

কদিন আগেই বাংলাদেশ অলরাউন্ডার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নাসিরের সুযোগ পাওয়াকে ঘিরে ছিল শঙ্কা। অবশেষে সেই শঙ্কাই সত্যি হয়েছে। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে জায়গা হয়নি তার। জানুয়ারিতে হতে যাওয়া এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য ২০৩ দেশীয় ক্রিকেটারের তালিকা চূড়ান্ড করেছে বিসিবি, যেখানে নেই শুধু নাসির।

আগামী ২৪ সেপ্টেম্বর রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হতে যাচ্ছে আসন্ন এ টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান। নাসিরকে না রাখার বিষয়ে বিসিবির নির্বাচক প্যানেলের সূত্রে জানা গেছে, অভিযোগ মিথ্যা প্রমাণিত না হলে ঘরোয়া কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন না নাসির। নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা তাকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে রাখিনি। কারণ, তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতির অভিযোগ আছে। যতক্ষণ পর্যন্ত সে আইসিসি থেকে নির্দোষ প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ঘরোয়া টুর্নামেন্টেও (বাংলাদেশে) খেলার সুযোগ পাবে না নাসির।’

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে হওয়া টি-টেন লিগে দুর্নীতির চেষ্টা করেন নাসির হোসেনসহ ৮ জন—এমন অভিযোগ আইসিসির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছিল, আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) অভিযোগের ভিত্তিতে এ অভিযোগ গঠন করেছে তারা। নাসিরের বিরুদ্ধে আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ২০২১ সালের আবুধাবি টি-টেন ক্রিকেট লিগের ম্যাচগুলো পাতানোর চেষ্টা করেন অভিযুক্তরা। নাসির হোসেনকে দুর্নীতিবিরোধী কোডের ২.৪.৩, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারায় অভিযুক্ত করা হয়েছে।

২.৪.৩ ধারায় যে অভিযোগ, তাতে বলা হয়েছে, নাসির ৭৫০ ডলার মূল্যের উপহার নিয়েছিলেন, যা দুর্নীতি দমন কর্মকর্তাকে জানাননি কিংবা উপহারের রসিদ দেখাতে পারেননি। এ ছাড়া বাকি দুই ধারায় নাসিরের বিরুদ্ধে ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার বিষয় না জানানো এবং তদন্তে সাহায্য না করার অভিযোগ আনা হয়েছে। নাসির ছাড়াও আবুধাবি টি-টেন লিগের এই দুর্নীতি মামলায় দুটি দলের মালিক, দুজন খেলোয়াড়, একজন টিম ম্যানেজার এবং দুই সহকারী কোচকে অভিযুক্ত করা হয়েছে। তাদের হাতে ১৪ দিন সময় আছে জবাব দেওয়ার জন্য। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে নাসিরকে।

এবারের বিপিএলে খেলোয়াড়দের সাত ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখের ক্যাটাগরিতে আছেন শুধুমাত্র মুশফিকুর রহিম। সাকিব আল হাসান, তামিম ইকবালরা ড্রাফটের আগেই নিজেদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সরাসরি চুক্তি করায় ‘এ’ ক্যাটাগরিতে নেই আর কেউ। বিশ্বকাপের জন্য সম্ভাব্য তালিকায় থাকা সৌম্য সরকারকে রাখা হয়েছে ‘ডি’ ক্যাটাগরিতে। ক্যাটাগরি ‘বি’-তে রাখা হয়েছে চার ক্রিকেটারকে; তাদের পারিশ্রমিক ধরা হয়েছে ৫০ লাখ টাকা। ক্যাটাগরি ‘সি’-তে আছেন ১৮ জন, তাদের পারিশ্রমিক ধরা হয়েছে ৩০ লাখ। ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ৩১ ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয় ২০ লাখ। ‘ই’ ক্যাটাগরিতে আছেন ৭৫ জন, তাদের পারিশ্রমিক ধরা হয় ১৫ লাখ টাকা। এ ছাড়াও বাকি ‘এফ’ ও ‘জি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ১০ লাখ ও ৫ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর

ইউএনওর বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর 

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক

অলিম্পিকে ৪ ডিসিপ্লিনে আবেদন করবে বাংলাদেশ

সমমনা জোট থেকে মাইনরিটি জনতা পার্টিকে বহিষ্কার

আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন যারা

মোতালেবের সমর্থকদের হুমকি-ধমকি, দুই থানায় জিডি

নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল, কারাগারে ২

ডেঙ্গুতে মৃত্যু কমল, হাসপাতালে ভর্তি ৬০৫

ঢাকায় সমাবেশের ঘোষণা আওয়ামী লীগের 

১০

অবরোধ সফলে রিজভীর নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল

১১

পুলিশ পরিচয়ে পুলিশের সঙ্গেই প্রতারণা, গ্রেপ্তার ১

১২

লেভানদোভস্কির সঙ্গে ইচ্ছা করেই বিরোধে জড়ান মেসি

১৩

ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

১৪

অপরাজনীতি করে দেশকে ব্যর্থ করতে চাইলে রুখে দেওয়া হবে : নাছিম

১৫

খুলে নেওয়া হলো রেলপথের নাট-বল্টু, বিলম্বে ছাড়ল ‘কক্সবাজার এক্সপ্রেস’

১৬

বিএনপির জ্বালাও-পোড়াও বন্ধে তরুণদের নৌকায় ভোট দিতে বললেন সজীব ওয়াজেদ

১৭

এক দিনে গাজার ৪০০ স্থাপনায় ইসরায়েলের হামলা

১৮

লেটস টক / স্মার্ট বাংলাদেশ নিয়ে তরুণদের প্রশ্নের উত্তরে যা জানালেন সজীব ওয়াজেদ

১৯

শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দিতে চিঠি দিয়েছিল আ.লীগ

২০
X